বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ আগষ্ট বেকার ভাতার সাথে প্যান্ডেমিক ভাতা হিসেবে সপ্তাহে অতিরিক্ত ৪০০ ডলার করে প্রদানের নির্বাহী আদেশ দেন। তন্মধ্যে ৩০০ ডলার অর্থাৎ ৭৫ শতাংশ ফেডারেল সরকারের বরাদ্দ। বাকি ১০০ ডলার স্টেট সরকারের তহবিল থেকে যোগান দিতে বলেন তিনি। বিলম্বে হলেও এই আদেশ জনমনে আশার সঞ্চার করে । কিন্তু সিংহভাগ স্টেট সরকার এই তহবিলে অর্থায়নে অপারগতা প্রকাশ করায় প্রক্রিয়াটি ঝুলে গেছে। অতিরিক্ত বেকার ভাতা প্রদানের ক্ষেত্রে স্টেট সরকারের এ ধরণের কোন বাধ্যবাধকতা বা তহবিল না থাকায় কার্যত এ নির্দেশটির কার্যকারিতা অনিশ্চিত হয়ে পড়েছে। অতিরিক্ত বেতার ভাতার এ অর্থ ফেডারেল এজেন্সি ফেমা’র তহবিল থেকে নেয়া হয়েছে। তবে অতিরিক্ত এই অর্থ কতদিন দেয়া হবে তা উল্লেখ করেননি প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে টানা দু’সপ্তাহে ডেমোক্র্যাট ও রিপাবলিকান কংগেশনাল সদস্য এবং হোয়াইট হাউজ প্রশাসনের সাথে ত্রিমুখ আলোচনা ব্যর্থতায় পর্যবসিত হয়। এমতাবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাহী আদেশ জারি করেন নির্বাহী আদেশ।
চলমান এ অচলাবস্থা কবে নিরসন হবে এবং ভুক্তভোগীরা কবে থেকে অতিরিক্ত বেকার ভাতা পাবেন এ বিষয়টি এখনো নিশ্চিত নয়। ৩০০ ডলার করে অতিরিক্ত বেকার ভাতা শুরু হলেও তা অতি দ্রুত এবং এমনকি কোন কোন স্টেটে তিন সপ্তাহেই শেষ হয়ে যেতে পারে।
‘ফেমা’ বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং খতিয়ে দেখছে। প্রাথমিক প্রতিবন্ধকতা কাটিয়ে কিভাবে এই সহায়তা অব্যাহত রাখা যায় তা নিয়ে কাজ করছে সংস্থাটি। প্রথম তিন সপ্তাহের পর ফেমা প্রতি সপ্তাহে অতিরিক্ত তহবিল বরাদ্দের মাধ্যমে ভাতা প্রদান অব্যাহত রাখতে চায়। উল্লেখ্য এর আগে ৬০০ ডলার করে প্রদত্ত অতিরিক্ত ভাতা প্রদান গত ৩১ জুলাই বন্ধ হয়ে যায়। ফেডারেল সরকারের অতিরিক্ত ভাতা ছাড়া বর্তমানে স্টেট সরকারগুলো প্রতি সপ্তাহে বেকারদের ৩০৮ ডলার করে দিচ্ছে বলে জানিয়েছে লেবার ডিপার্টমেন্ট। বেকারদের জীবন ধারণের জন্য এ অর্থ মোটেও যথেষ্ট নয়।
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ট্রাম্প এ সুযোগ গ্রহণ করেন। গত ৮ আগষ্ট এক নির্বাহী আদেশে ৪০০ ডলার হিসেবে অতিরিক্ত বেকার ভাতা প্রদানের ঘোষণা দিয়ে বাজিমাত করেন তিনি। কংগ্রেসকে পাশ কাটিয়ে দেয়া প্রেসিডেন্টের এ নির্বাহী আদেশে নাগরিকরা অনেকটাই খুশী। বেকার ভাতা ছাড়াও আরো তিনটি বিষয়ে আদেশ দিয়েছেন তিনি। এসব হলো এক লাখ ডলার পর্যন্ত যাদের বার্ষিক আয় তাদেরকে পে-রোল ট্যাক্স দিতে হবে না। স্টুডেন্ট লোন ও উচ্ছেদ কার্যক্রম স্থগিত করেছেন। সপ্তাহে ৪০০ ডলার করে অতিরিক্ত ভাতা কতদিন কার্যকর থাকবে এ বিষয়টি স্পষ্ট করেননি তিনি। তাছাড়া দ্বিতীয় স্টিমুলাস চেকের ১২০০ ডলার প্রদানের বিষয়টিও ঝুলে গেছে। আগামী সেপ্টেম্বরের আগে এ ব্যাপারে ফয়সালা হওয়ার কোন সুযোগ থাকলো না।আগামী নভেম্বরের নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসতে পারলে পে রোল ট্যাক্সের সুবিধা আরও বাড়ানো হবে বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প।
Posted ৭:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh