বাংলাদেশ অনলাইন : | বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
বিজয় দিবসে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল অপু বিশ্বাস ও বাপ্পি চৌধুরী অভিনীত ‘প্রিয় কমলা’ ছবিটি। সকল প্রস্তুতি থাকা সত্ত্বেও মুক্তি পায়নি ছবিটি। কারণ সেন্সর বোর্ডের গণ্ডি পেরুতে পারেনি শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘প্রিয় কমলা’। ছবির সবশেষ খবর জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, ‘আমি যতটুকু শুনেছি, গত ১৬ ডিসেম্বর ছবিটি মুক্তির কথা ছিল। কিন্তু সেন্সর বোর্ড ছবির কয়েকটি সংশোধনী দিয়েছে। সেন্সর হয়ে গেলেই এটি রিলিজ দেওয়া হবে।’
‘প্রিয় কমলা’র বাইরে নতুন কোনো কাজ করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আপাতত কোনও কাজ করা হচ্ছে না। আর সে রকম ভালো কোন কাজও আসছে না। তাই অপেক্ষায় আছি। এমনিতে অনেক কাজের প্রস্তাবই পাচ্ছি। কিন্তু মনের মতো হচ্ছে না। তাই অপেক্ষা।’ আপনার অভিনীত ‘ছায়াবৃক্ষ’র কাজ কতদূর? উত্তরে অপু বলেন, ‘এই ছবির কাজ এখনও বাকি আছে। প্রায় ৬০ ভাগ হয়েছে, বাকি ৪০ ভাগ। জানুয়ারিতে ছবিটি নিয়ে বসা হবে। এরপর শুটিংয়ের একটি দিনক্ষণ চূড়ান্ত করবো।’
Posted ২:১২ অপরাহ্ণ | বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh