বাংলাদেশ অনলাইন : | সোমবার, ২৯ মার্চ ২০২১
ছবি : সংগৃহীত
প্রায় এক সপ্তাহের প্রচেষ্টায় মুক্ত হয়েছে সুয়েজ খালে আড়াআড়িভাবে আটকা পড়া কনটেইনারবাহী জাহাজ এমভি এভার গিভেন। স্থানীয় সময় সোমবার ভোরে এটি সরানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে জাহাজটি সরানোর কাজে থাকা ইঞ্চকেপ শিপিং সার্ভিসেস।
টুইটারে এক বার্তায় সংস্থাটি জানায়, ৪০০ মিটার দীর্ঘ এবং ৫৯ মিটার প্রশস্ত খালের পাশের চরায় আটকে যাওয়া এভার গিভেনকে সফলভাবে ভাসিয়ে তোলা সম্ভব হয়েছে এবং জাহাজটি এখন নিরাপদ।
বালু ঝড় ও তীব্র বাতাসের কারণে গত ২৩ মার্চ এভার গিভেন নামের এ জাহাজটি সুয়েজ খালের পাড়ে ধাক্কা খেয়ে আটকে যায়। আর এটি এমনভাবে আটকে যায় যে পুরো খালেই প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ৪০০ মিটার দীর্ঘ এ কনটেইনারবাহী জাহাজটির কারণে সুয়েজ খাল পারাপারে অপেক্ষায় নোঙর করে আছে অন্তত ৩৫০টি জাহাজ। জাহাজটি খাল পার হলে প্রায় এক সপ্তাহে অচলাবস্থা কাটবে।
Posted ৭:২৩ পূর্বাহ্ণ | সোমবার, ২৯ মার্চ ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh