বাংলাদেশ ডেস্ক : | শনিবার, ১৫ আগস্ট ২০২০
অসুস্থ হয়ে নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অন্যতম আস্থাভাজন ছোট ভাই রবার্ট ট্রাম্প। প্রিয় ভাইকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি’র খবরে বলা হয়েছে, গত ১৪ আগস্ট সন্ধ্যার দিকে ট্রাম্প নিউ ইয়র্ক-প্রেসবিটারিয়ান হাসপাতালে যান ট্রাম্প। হাসপাতালে প্রায় ৪৫ মিনিট অবস্থান করেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় কালো মাস্কে তার মুখ ঢাকা ছিল। ট্রাম্প জানান, তার ভাই রবার্ট ‘কঠিন সময়’ পার করছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের খবর, ৭২ বছর বয়সী রবার্ট ট্রাম্প গুরুতর অসুস্থ। তবে ঠিক কী অসুস্থতায় তিনি ভুগছেন এ বিষয়টি এখনো পরিষ্কার নয়।
ট্রাম্পের বিশাল রিয়েল এস্টেট ব্যবসার দেখভাল করতেন মার্কিন প্রেসিডেন্টের চেয়ে দুই বছরের ছোট রবার্ট। ভাইকে দেখে আসার পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমি আশা করি, সে তার সবকিছু ঠিক আছে। সে কঠিন সময়ের মধ্যে আছে, কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।” “আমার অসাধারণ একটি ভাই আছে। দীর্ঘ দিন ধরে আমাদের মধ্যে দারুণ সম্পর্ক ছিল। সে এখন হাসপাতালে চিকিৎসাধীন। আশা করি, সে সুস্থ হয়ে উঠবে। কিন্তু কঠিন একটা সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে।”
ট্রাম্পের ভাতিজি ম্যারি ট্রাম্পের স্মৃতিকথা বিষয়ক বই ‘টু মাচ অ্যান্ড নেভার এনাফ: হাও মাই ফ্যামিলি ক্রিয়েটিভ দ্য ওয়ার্ল্ড’স মোস্ট ডেঞ্জারাস ম্যান’ বইটি প্রকাশনা রুখতে আদালতে চেষ্টা চালিয়ে ব্যর্থ হন রবার্ট। ট্রাম্প পরিবার থেকে কিভাবে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মানুষটি গড়ে উঠেছে ম্যারি ট্রাম্পের বর্ণনাতে বইটিতে তাই উঠে এসেছে।
নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, জুনেও অসুস্থ হয়ে পড়েছিলেন রবার্ট ট্রাম্প। ওই সময় তাকে এক সপ্তাহের বেশি সময় ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসা দেওয়া হয়।
Posted ৬:৫৬ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ আগস্ট ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh