ক্রীড়া ডেস্ক : | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরের উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে দারুণ শুরু করলো চেন্নাই সুপার কিংস। শনিবার (১৯ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বড় স্কোরের আশা জাগালেও শেষ পর্যন্ত তা করতে পারেনি রোহিত শর্মার দল।
টপঅর্ডারের সব ব্যাটসম্যানই উড়ন্ত সূচনা করে বিদায় নেন। সর্বোচ্চ ৩১ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৪২ করেন সৌরভ তিওয়ারি। এছাড়া ৩৩ রান আসে ওপেনার কুইন্টন ডি ককের ব্যাট থেকে। চেন্নাই বোলারদের মধ্যে লুঙ্গি এনগিডি সর্বোচ্চ ৩টি উইকেট পান। দুই উইকেট দখল করেন দিপক চাহার ও রবীন্দ্র জাদেজা। এছাড়া স্যাম কারেন ও পিযুষ চাওলা একটি করে উইকেট নেন।
১৬৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বিপাকে পড়ে চেন্নাই। দলীয় ৬ রানেই দুই ওপেনার মুরালি বিজয় ও শেন ওয়াটসনকে হারায় তারা। তবে তৃতীয় উইকেট জুটিতে ১১৫ রানের জুটি গড়ে দলকে জয় পেতে সাহায্য করেন আম্বাতি রায়ডু ও ফাফ ডু প্লেসিস। রায়ডু ৪৮ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৭১ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন। আর ৪৪ বলে ৬টি চারে ৫৮ করে অপরাজিত থাকেন ডু প্লেসিস।
মুম্বাই বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্ট, জেমস প্যাটিনস, জসপ্রিত বুমরাহ, ক্রুনাল পান্ডিয়া ও রাহুল চাহার একটি করে উইকেট পান।
Posted ১০:১৩ পূর্বাহ্ণ | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh