বাংলাদেশ অনলাইন : | সোমবার, ৩০ আগস্ট ২০২১
সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)-এর ১৪তম আসর করোনাভাইরাসের কারণে গত মে মাসে মাঝপথে স্থগিত করা হয়েছিল। এরপর টুর্নামেন্টের বাকি ৩১ ম্যাচ ভারতের বদলে আরব আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিসিআই। যা শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। তাই আইপিএলের বাকি অংশে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।
২৯আগস্ট (রবিবার) হোম অফ ক্রিকেট মিরপুরে বিষয়টি নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন, মোস্তাফিজেরটা কিছুদিন আগেই পেয়েছিলাম এবং সাকিব ২৮আগস্ট চিঠি দিয়েছে। তাদের দুজনকে অনুমতি দেয়ার ব্যাপারে ইতিবাচক অবস্থানেই রয়েছে বোর্ড। এ বিষয় সিদ্ধান্ত হবে বুধবার (১ সেপ্টেম্বর)।
Posted ৬:৩৩ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ আগস্ট ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh