বাংলাদেশ অনলাইন : | বুধবার, ৩১ মার্চ ২০২১
আবদুল কাদের মির্জা। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ৩১ মার্চ (বুধবার) দুপুর ১২টার দিকে নিজের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এ ঘোষণা দেন।
এ সময় তিনি বলেন, অতীতে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি তা রক্ষা করে আমি বিদায় নিতে চাই। আমি আর প্রশ্নবিদ্ধ হতে চাই না। আমি দল থেকে বিদায় নিচ্ছি। এত দিন আমি আওয়ামী লীগের মির্জা ছিলাম। আজ থেকে আমি আর আওয়ামী লীগের মির্জা নেই। কোনো শক্তি আমাকে আর আওয়ামী লীগের মির্জা বানাতে পারবে না। তবে তিনি নিজের ঘোষিত উপজেলা আওয়ামী লীগের কমিটিকে দূর থেকে সহযোগিতা করবেন বলে জানান।
উল্লেখ্য, কাদের মির্জা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দুই নম্বর সদস্য থেকে ২৭ বছরের ওপরে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন। এর আগে তিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগ পদ থেকেও অব্যাহতি নেন।
Posted ১০:১৩ পূর্বাহ্ণ | বুধবার, ৩১ মার্চ ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh