নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
মেডোব্রুক মর্টগেজ ব্যাংকের বাংলাদেশি ব্রাঞ্চ ম্যানেজার আকিব হোসেন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তি এবং মেডোব্রুকের গ্রাহকদের জন্য ইফতার পার্টি ও মিলনমেলার আয়োজন করেন। গত ২০ মার্চ ইফতার পার্টি অনুষ্ঠিত হয় ফ্রেশমেডোর সিরাজি রেস্টুরেন্টে। আকিব হোসেনের দেয়া ইফতার মাহফিলে সমাগম ঘটেছিল বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক রোজাদারের।
এ সময় মেডোব্রুক ফিন্যান্সিয়াল মর্টগেজ ব্যাংকের মালিক ও প্রেসিডেন্ট ড্যানি নিকোলোও ছিলেন আকিবের প্রশংসায় পঞ্চমুখ।
প্রেসিডেন্ট ড্যানি নিকোলো সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, ২০০৯ সালে প্রতিষ্ঠিত মেডোব্রুক যুক্তরাষ্ট্রের ২৮টি স্টেটে কাজ করছে। ২০১৫ সালে যোগদানের পর থেকেই আকিব হোসেন বাংলাদেশি আমেরিকানদের মধ্যে এই ব্যাংকের বিশেষ একটি অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। ড্যানিয়েল জানান, বেশ কয়েক ডজন বাংলাদেশি কাজ করছেন এই ব্যাংকে। সবাই মূলত নিউইয়র্ক অঞ্চলেই অধিক সার্ভিস দিচ্ছেন। আমি এ ইফতার-মাহফিলের কমিউনিটির সর্বস্তরে মানুষের বিপুল সমাগম দেখে অভিভূত এবং আশা করছি, আকিবের কর্মকাণ্ডে মেডোব্রুক নিকট ভবিষ্যতে আরো সমৃদ্ধি পাবে। মডেল কন্যা মোনালিসার উপস্থাপনায় ইফতার মাহফিলে আকিবের ঋণ বিতরণে সততা-নিষ্ঠার প্রশংসা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, মূলধারার রাজনীতিক ফাহাদ সোলায়মান।
বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন ভিএনএস হেলথের মার্কেট ডেভেলপমেন্ট বিষয়ক পরিচালক সালেহ আহমেদ, ফিডেলিস কেয়ারের মোশাইদ হোসেন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল খান, সেক্রেটারি রোকন হাকিম, বোর্ড অব ট্রাস্টির মেম্বার বদরুন খান মিতা, ট্র্যাভেল ব্যবসায়ী নজরুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মইনুল ইসলাম, কোষাধ্যক্ষ মইনুজ্জামান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, সাবেক সাধারণ সম্পাদক জে মোল্লা সানি, গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি এবাদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী এস আই সুলতান, গ্রেমোকানিক্সের প্রেসিডেন্ট তোফায়েল চৌধুরী লিটন, ইকবাল হোসেন, জামাল হোসেন, মাসুদ সিরাজি, নূরে আলম জিকো, শামীম আহমেদ, আতিকুল ইসলাম জাকির, কমিউনিটি অ্যাকটিভিস্ট আব্দুল কাদের চৌধুরী শাহীন প্রমুখ।
ইফতার পার্টিকে সফল ও সার্থক করার জন্য আকিব হোসেন সবাইকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে আগামী দিনে আরো বড় আকারে অনুষ্ঠান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
Posted ২:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh