বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আত্মঅহমিকা

আশরাফ উদ্দিন আহমেদ   |   বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩

আত্মঅহমিকা

এরা সবসময় নিজেকে সর্বোত্তম বলে মনে করেন । কি জ্ঞান-গরিমা, বুদ্ধি, চেহারা, স্মার্টনেস, পরিচয়ের পরিধি, ক্ষমতা, সম্পদ, বংশ মর্যাদা, আত্মীয়তা সম্পর্ক কাদের সাথে, বন্ধু-বান্ধব, নিকটতম পরিবার-পরিজন ইত্যাদি সকল ক্ষেত্রেই এমন ভাব, অহম এ বিশেষ প্রকৃতির লোকের মধ্যে যা সমাজকে, সম্প্রদায়কে কলুষিত করে ।

আত্মম্ভরিতা বা আত্মঅহমিকা একটি মারাত্মক সামাজিক ব্যাধি । ধরাকে সরা জ্ঞান করে এমন লোক, এমনকি নিজ পরিবারের পরিমন্ডলের হলে ও পরিতাজ্য এমন মতবাদ বিভিন্ন ধর্মগ্রন্থে, নীতিশাস্ত্রে ও উল্লেখ আছে । পরিবারের লোক এজন্য সে সবসময় ভাল কাজ করবে এমন মনে করার কোন কারণ নেই । এমন ক্ষেত্রে করণীয় কি তা বাইবেলে বিধৃত হয়েছে এমন ভাবে, Stand up to people the second you feel like you,re being taken advantage of. এ ধরণের লোক সাধারণত, ইংরেজীতে যাদের Narcissist বলা হয় তারা ।

সকলের কাছে সমাদৃত হয়ে থাকবেন , প্রচন্ড রকমের আমিত্ব বোধ এদের প্রবল । অন্যদের অপদস্ত করতে এরা আনন্দ পায় ; আত্মগরিমায় পরিপূর্ণ ও পরিতুষ্ট এতই যে নিজেকে জাহির করতে এরা হরদম চালাকির সাথে মিথ্যে কথা বলে যায় । এরা ষড়যন্ত্র বা কনস্ফিরেসিতে সিদ্ধহস্ত । অন্যদের মিথ্যুক প্রতিপন্ন করতে এরা সব করতে পারে । ডাহা মিথ্যেবাদী এ দলভুক্ত লোকেরা যাদেরই প্রতিদন্ধী মনে করে তাদের চরিত্র হননে সদাই তৎপর থাকে ।

অধিকাংশ ক্ষেত্রে কৃতকার্য হয় কারণ এরা স্ব স্ব ক্ষেত্রে সাকসেসফুল । Success is the best form of revenge এ প্রবাদ বাক্যটি তারা অন্তরে ধারণ করে যত্রতত্র ব্যবহার করে । ভাল রেজাল্ট করা ছাত্র, অতি কৃতকার্য আমলা বা ব্যবসায়ী, শিল্পপতি ইত্যাদি অর্জন তারা সর্বক্ষেত্রেই ব্যবহার করে । এরা অতিমাত্রায় আত্মকেন্দ্রিক । নিজেদের প্রয়োজনে অতিশয় চাতুর্যের সাথে অন্যদের ব্যবহার করে । শেষোক্তদের বিশ্বাস, সারল্য, দোষ ইত্যাদি সবসময় নিজের প্রয়োজনে লাগায় । কাউকে কাউকে প্রয়োজন ফুরালে ছুঁড়ে ফেলে বিভিন্ন অপবাদ দিয়ে । এদের বেশীরভাগ ক্ষেত্রে একটা নিজস্ব সাপোর্ট গ্রুপ থাকে যাদের বিভিন্ন কায়দায় পরিতুষ্ট করা হয়েছে যাতে সময় সময়ে হীন ষড়যন্ত্রে কাজে লাগানো যায় । উদ্দেশ্য পুরোপুরি হাসিল নাহলেও এরা বিচলিত হয়না কারণ পরিনতি বা কনসিকোয়েন্সের ধার ধারেন না । ক্ষমতাশীল এ জাতীয় লোকেরা সবকিছু সহজেই ম্যানেজ করে নিতে পারে ।

আত্মঅহমিকা যাদের প্রবল সেই সব ব্যাক্তি তাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে । তাদের ফাঁদে পা দেয়ার জন্য কি টোপ ফেলতে হবে তা স্হির করে তবেই তারা কাজে লাগে । দূর্বল মানসিকতা যাদের, সহজ সরল যারা এমন আত্মীয় সম্পর্কের লোকেরা টোপে ফেলে কাৎ করা সহজতর । বিভিন্ন সময়ে রকমারী উদ্দেশ্য হাসিলে এদের ম্যানিপুলেট করা সহজতর । প্রয়োজনে ফ্যাসাদ বাঁধানো, বদনাম রটানো, প্রিয়জনদের নামে কুৎসিত কথাবার্তা বা কুৎসা রটানো এদের প্রিয় কৌশল।

Posted ৪:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

গল্প : দুই বোন
গল্প : দুই বোন

(8177 বার পঠিত)

স্মরণে যাতনা
স্মরণে যাতনা

(1527 বার পঠিত)

মানব পাচার কেন
মানব পাচার কেন

(1312 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.