বাংলাদেশ অনলাইন : | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
বাসার বাইরে বর্ণবাদী আচরণ করার কারণে আদালতে হাজিরা দিতে হয়েছে সাবেক পর্নো তারকা বিনীতা হোয়াইটি’কে (৩৯)। স্কটল্যান্ডের এই তারকা গত ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) কোনো আইনজীবী ছাড়াই নিজে গিয়ে হাজির হন লিভিংস্টোন শেরিফ কোর্টে। কিন্তু এ সময় আদালত তাকে আইনজীবী সহ উপস্থিত হওয়ার পরামর্শ দেয়। বিনীতার বিরুদ্ধে অভিযোগ, তিনি বাসার বাইরে ভীষণ চিৎকার, চেচামেচি করেন। বর্ণবাদী শব্দ উচ্চারণ করেন।
তিনি নিজেকে ফেসবুকে ‘হিন্দু গডেস’ বা হিন্দু দেবী বলে দাবি করেন। এক সন্তানের মা তিনি। ২৯ সেপ্টেম্বর আদালতে উপস্থিত হয়ে শেরিফ জন ম্যাকরিচিকে বলেন, তার বিরুদ্ধে যে চার্জশিট তা বাসায় ফেলে এসেছেন। তা ছাড়া তিনি যে বর্ণবাদী আচরণ করছেন- এ বিষয়ে তার জানা ছিল না।
Posted ৭:০৫ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh