নিউইয়র্ক : | শনিবার, ০৭ আগস্ট ২০২১
নিউইয়র্কে আয়োজিত এক সভায় বাংলাদেশের প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার বলেছেন, বক্তৃতা দিয়ে আর পোস্ট নিয়ে বসে থাকলে বেগম জিয়াকে মুক্ত করে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো যাবে না। কেউ এসে বেগম জিয়াকে মুক্ত করে দেবে না। এজন্য সংগ্রামে পথে নামতে হবে। বিএনপিকে ক্ষমতায় আনতে হলে সংগ্রামে পথে নামতে হবে। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি হলে ২৮ জুলাই রাতে যুক্তরাষ্ট্র জাসাস আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ারকে ফুলেল শুভেচ্ছা জানান হয়।
যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আলহাজ্ব আবু তাহেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাওছার আহমেদের পরিচালনায় এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপি যুগ্ম মহাসচিব ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবী নাজনীন, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস সাধারণ সম্পাদক বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা হেলাল খান, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ উদযাপনে যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র যুগ্ম কনভেনর গিয়াস আহমেদ, সদস্য সচিব মিজানুর রহমান মিল্টন ভূইয়া, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. শওকত আলী, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আনোয়ার হোসেন, মঞ্জুর আহমেদ চৌধুরী, মোস্তফা কামাল পাশা বাবুল, কাজী আজম, আনোয়ারুল ইসলাম, ফিরোজ আহমেদ, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, বিএনপি নেতা গিয়াস উদ্দিন, সৈয়দা মাহমুদা শিরিন, সালেহ আহমেদ মানিক, যুবদল কেন্দ্রিয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতিন, বিএনপি নেতা শাহাদাৎ হোসেন রাজু, যুক্তরাষ্ট্র জাসাস নেতা শেখ হায়দার আলী, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি প্রমুখ। জাসাস, যুবদল, ছাত্রদল সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন।
গাজী মাজহারুল আনোয়ার বলেন, আমার আদর্শিক কাজটাই হলো আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করার চেষ্টা করা। আমার জীবন দিয়ে আমি সে চেষ্টা করেছি। পদ-পদবীর চিন্তা কখনো করিনি। বক্তারা বলেন, বিএনপি একটি বিশাল দল। যতই নীপিড়ন-নির্যাতন চলানো হোক না কেন এ দলকে শেষ করা যাবে না। এ দলের যে নীতি নির্ধারক দেশমাতা বেগম খালেদা জিয়াকেও শেষ করা যাবে না। বিএনপি নেতা-কর্মীদেও হতাশ হলে চলবে ন্ াঐক্যবদ্ধ দুর্বার আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। দেশের মানুষের আজ চাওয়া হচ্ছে দেশনেত্রী বেগম জিয়ার মুক্তি এবং তার সুস্থতা। তাকে মুক্ত করে আনতে হবে। গনতন্ত্রকে মুক্ত করতে হব্।
বক্তারা বলেন, বর্তমান সরকরের অপশাসন আর দুঃশাসনের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজপথে দুর্বার আন্দোলনের মাধ্যমেই এ সরকারের পতন ঘটানো সম্ভব। সমাপনী বক্তব্যে আলহাজ্ব আবু তাহের বলেন, বাংলাদেশে গণতন্ত্রকে মুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে হবে। ইউএসএনিউজঅনলাইন.কম
Posted ১০:২৯ পূর্বাহ্ণ | শনিবার, ০৭ আগস্ট ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh