বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
করোনাভাইরাসের কারণে আবারও বাড়ল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। চলমান ছুটি আগামী বছরের ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে বলে ১৮ ডিসেম্বর (শুক্রবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে দেশের কওমি মাদ্রাসাগুলো ছুটির আওতায় পড়বে না।
করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি চলমান রয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় কয়েক দফা ছুটি বাড়ায় সরকার। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ১৯ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা ছিল।
তবে করোনার বাস্তবতায় দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা অত্যন্ত ঝুঁকিতে পড়েছে।
Posted ৮:২৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh