বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১
আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে আবারও রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরীমণির পাঁচদিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ আগস্ট (মঙ্গলবার) দুইদিনের রিমান্ড আদেশ দেন মুখ্য মহানগর দায়রা আদালতের হাকিম দেবব্রত বিশ্বাস। একই মামলায় তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুরও ২ রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর আব্দুল্লাহ আবু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, গত ৫ আগস্ট পরীমণি ও আশরাফুল ইসলাম দীপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ। চার দিনের রিমান্ড শেষে আজ (১০ আগস্ট) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে সিআইডি। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডের এই আদেশ দেন।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট রাতে প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়। আটকের পর তাদের নেওয়া হয় র্যাবের সদর দফতরে। বুধবার রাতভর সেখানেই থাকতে হয় পরীমণিকে। বৃহস্পতিবার র্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমণির বিরুদ্ধে মামলা করে। মামলা দায়েরের পর সেদিনই তাকে আদালতে নেওয়া হয়।
আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে : পরীমণি
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মাদক মামলার শুনানি শেষে বেরিয়ে আসার সময় চিৎকার করে পরীমণি বলেন, আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। ১০ আগস্ট (মঙ্গলবার) দুপুরে আদালতের এজলাসে কান্নায় ভেঙে পড়েন পরীমণি।
শুনানি শেষে বের হয়ে যাওয়ার সময় পরীমণি চিৎকার করে বলেন, আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমার বাসায় মদ ছিল না।
এসময় তিনি সাংবাদিকের বলেন, আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আপনারা কি করলেন?
মঙ্গলবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে চিত্রনায়িকা পরীমণিকে হাজির করা হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড আদেশ দিয়েছেন। এর আগে বেলা সোয়া ১২টার দিকে পরীমণি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল মরিয়ম আক্তার মৌ, আশরাফুল আলম দীপু ও সবুজ আলীকে আদালতে হাজিরা করা হয়। এর আগে মাদক মামলায় তাদের চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।
মঙ্গলবার পৌনে ১২টার দিকে রাজধানীর মালিবাগের সিআইডির প্রধান কার্যালয় থেকে তাদের নিয়ে আদালতে রওনা দেয় সংস্থাটি।
এ সময় সিআইডির অ্যাডিশনাল ডিআইজি শেখ ওমর ফারুক সমকালকে বলেন, আদালতে পরীমণিসহ চারজনের বিরুদ্ধে আরও পাঁচদিনের রিমান্ড আবেদন করা হবে।
Posted ১১:৫৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh