বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও হামাস নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গত ২৫ জুলাই তুরস্কের রাজধানী আংকারায় এরদোয়ানের কার্যালয়ে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই নেতার সঙ্গে বৈঠকের আগে মাহমুদ আব্বাসের সঙ্গে পৃথক বৈঠক করেন এরদোয়ান। আব্বাসের সঙ্গে বৈঠকের পর ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারদের সহিংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এরদোয়ান।
তিনি বলেন, ‘সম্ভাব্য সব ধরনের উপায়ে আমরা ফিলিস্তিনকে সমর্থন দেওয়া অব্যাহত রেখেছি। আমরা অবৈধ দখলদারদের সহিংসতার বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন।’
পবিত্র আল আল-আকসা মসজিদ নিয়েও কথা বলেছেন এরদোয়ান। তিনি বলেন, ‘পবিত্র স্থান, বিশেষ করে আল-আকসা মসজিদ নিয়ে ঐতিহাসিক স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টা করে এমন যে কোনো কাজকে আমরা সহ্য করব না। ফিলিস্তিনিদের ঐক্য ও পুনর্মিলন এই প্রক্রিয়ার মূল উপাদান।’
এ সপ্তাহে দীর্ঘ ১৫ বছর পর প্রথম ইসরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে তুরস্ক সফরের কথা ছিল বেঞ্জামিন নেতানিয়াহুর। তবে শরীরে অস্ত্রোপচার করার কারণে এ সফর স্থগিত করেছেন তিনি।
গত বছর তুরস্ক সফর করেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। এরপরই দীর্ঘ সময় ধরে চলমান উত্তেজনা কমিয়ে সম্পর্ক জোড়া লাগাতে পদক্ষেপ গ্রহণ করে দুদেশ। এমনকি সম্পর্ক স্বাভাবিকের অংশ হিসেবে ২০০৮ সালের পর প্রথমবারের মতো রাষ্ট্রদূত নিয়োগ করার সিদ্ধান্ত নেয় তুরস্ক ও ইসরায়েল।
Posted ১১:০০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh