বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩
সুনেরাহ বিনতে কামাল
ভক্তরা সমালোচনা করলেও তাতে আপত্তি নেই বলে জানালেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। আর তিনি কাকে কতটুকু দেখাবেন সেটাও তার ওপর বলে জানালেন। ১৬ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে এসব কথা বলেন সুনেরাহ।
ফেসবুক পোস্টে এ অভিনেত্রী লেখেন, ‘আমি যেহেতু একজন অ্যাক্ট্রেস (অভিনেত্রী), স্বাভাবিকভাবে একজন পাবলিক ফিগার। আমার অডিয়েন্স (দর্শক) আমার পার্সোনাল লাইফে (ব্যক্তিগত জীবনে) ইন্টারেস্ট (আগ্রহ) রাখবে, এটাই স্বাভাবিক। এই জীবনটা আমি নিজেই বেছে নিয়েছি। কেউ আলোচনা/সমালোচনা করুক, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু কারও মিথ্যাটাকে বিশ্বাস করে আমাকে ট্রোল করতে থাকলে আমি সেইটা টলারেট (সহ্য) করব না।’
সুনেরাহ লেখেন, ‘আমার অফুন্ত সময়/শক্তিও নেই নিজের জীবনটাকে স্ক্রিপ্ট (চিত্রনাট্য) লিখে চালানোর মতো। একটা বিষয় স্পষ্ট জানাতে চাই যে, আমি কতটুকু কাকে দেখাব/জানাব সেটা আমার ওপর। তবে কোনো কিছু নিয়ে যদি কনফিউশন (সন্দেহ) থাকে কারও,আমি সেটাও ক্লিয়ার (পরিস্কার) করতে রাজি।’
তিনি আরও লেখেন, ‘আমি মিথ্যার আশ্রয় নেই না এবং ইনশাআল্লাহ কখনো নেবও না। আমি যদি বলে থাকি যে সেখানে বন্ধুত্ব ছাড়া কিছুই ছিল না/হবে না, সেটাই একমাত্র সত্য। বাকিটা, আমি বিশ্বাস করি যে সময় সব বলে দেয়। আমাকে দয়া করে আমার বন্ধু-বান্ধবদের সঙ্গে নোংরা ভাবে জড়াবেন না। ধন্যবাদ।’
Posted ৩:১৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh