বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩
প্রতীকী ছবি
ফেডারেল সরকার মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরতে না পারায় আমেরিকানদের মাথাপিছু গড় ব্যয় গত বছরের চেয়ে বেড়েছে ২৫৩ ডলার। যদিও ফেডারেল সরকার দাবি করছে যে পূর্ববর্তী দুই বছরের তুলনায় মুদ্রাস্ফীতি হার বৃদ্ধি সবচেয়ে কম, কিন্তু তা সত্বেও বাজারে খুব বেশি ইতিবাচক প্রভাব পড়েনি। গত বছরের সামারে সর্বোচ্চ ৯ শতাংশ মুদ্রাস্ফীতি ছিল, যা বর্তমানে ৫ শতাংশ এবং গত দুই বছরের মধ্যে সবচেয়ে কম। কিন্তু এর তেমন সুফল পাচ্ছে না।
তাছাড়া বিদ্যমান ৫ শতাংশ মুদ্রাস্ফীতিও ফেডারেল রিজার্ভের ২ শতাংশ টার্গেট রেটের চেয়ে অধিক এবং সার্বিক মুদ্রাস্ফীতি হারের চেয়ে ইউটিলিটিসহ মাসিক নিয়মিত বিলের পরিমাণ দ্রুততার সঙ্গে বৃদ্ধি অব্যাহত রয়েছে। এছাড়াও রয়েছে খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি, যা গত বছরের তুলনায় অনেকে বেড়েছে এবং কোনো কোনো খাদ্য আইটেমে বৃদ্ধির পরিমাণ ৮.৪ শতাংশ পর্যন্ত। জ্বালানি খাতে ব্যক্তিগত বা পারিবারিক ব্যয় বেড়েছে ৯.২ শতাঙশ এবং গাড়ির ইন্স্যুরেন্সের পরিমাণ চলতি বছর বেড়েছে ১৫ শতাংশ। অর্থনীতিবিদরা বলে থাকেন যে, আমেরিকার পরিবারে ব্যয় কত বৃদ্ধি পেল, তা সবসময় ডলারের হিসাবে নির্ধারণ করা সম্ভব হয় না। এটা বোঝা যায় যে পরিমাণ ডলার ব্যয় করতে হচ্ছে, তার বিনিময়ে কতটুকু পন্য আসছে।
‘গোব্যাংকিংরেটস’ ব্যয়ের অনিবার্য তালিকাকে ২০টি ক্যাটাগরিতে ভাগ করে আমেরিকানদের প্রকৃত ব্যয় বৃদ্ধির পরিমাণ নির্ধারণের চেষ্টা করেছে এবং এসব পন্য ও সেবার মধ্যে হাউজিং, গ্রোসারি, রেস্টুরেন্ট, ব্যক্তিগত সেবা সামগ্রী পর্যন্ত রয়েছে। এই হিসাব অনুযায়ী আমেরিকানরা গত বছরের মার্চ মাসের তুলনায় চলতি বছরের মার্চে প্রতি মাসে গড়ে ২৫৩ ডলার করে বেশি ব্যয় করেছে। অংকটি দৃশ্যত বেশি নয়। কিন্তু চারজনের পরিবারে এ ব্যয়ের পরিমাণ মাসিক ১,০১২ ডলার এবং বার্ষিক হিসেবে অনেক বেশি এবং এ পরিমাণে বৃদ্ধি অসহনীয়।
‘গোব্যাংকিংরেটস’ এর হিসাব অনুযায়ী ২০২২ সালের মার্চ মাসের তুলনায় চলতি বছরের মার্চে গত আমেরিকানরা হাউজিং খাতে বিদ্যমান ব্যয়ের ওপর মাসিক গড়ে ৯৬ ডলার বেড়েছে, গ্রোসারিতে বেড়েছে ৩৭ ডলার, ইউলিটিতে ১৯ ডলার, অটো লিজ ৮ ডলার, গ্যাসোলিন ৭ ডলার, কার ইন্স্যুরেন্স ১৯ ডলার, পাবলিক ট্রান্সপোর্ট ১০ ডলার ইত্যাদি। এভাবে প্রতিটি আইটেমে বর্ধিত ব্যয় যোগ হয়েছে।
Posted ৫:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh