শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ | ৪ শ্রাবণ ১৪৩২

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আমেরিকার ২০২৪ নির্বাচন : কে জিতবেন?

ড. আশরাফ উদ্দিন আহমেদ   |   বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

আমেরিকার ২০২৪ নির্বাচন : কে জিতবেন?

স্মরণ কালের কঠিনতম সময় অতিক্রম করছে দেশটির প্রধান দুটো দল, তাদের সমর্থকরা, প্রার্থী কমালা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প। শুধু এ দেশের মানুষ নয় সারা বিশ্বেই এ নির্বাচন নিয়ে আলোচনার ঝড় সঙ্গত কারণেই। রাশিয়ার বলয়ে থাকা আনুমানিক ৪০% বিশ্ববাসী চায় ট্রাম্প জিতুক।

বাকিরা কমালা হ্যরিসের পক্ষে সরাসরি বা পরোক্ষ ভাবে। মধ্য প্রাচ্য, ইরান, রাশিয়া, ইউক্রেন প্রশ্ন ও প্রসঙ্গ আ নির্বাচনে দৃশ্যমান প্রভাব ফেলবে সন্দেহাতীতভাবে। ট্রাম্প টুইটারে দেয়া এক খুদে বার্তায় বলেছেন তার এবং কমালার মধ্যে ভোট প্রাপ্তির সংখ্যায় প্রভেদ হবে আকাশ-পাতাল। কমালা নাকি তাঁর ধারে কাছে ও আসতে পারবেনা।

অতীতের হাজারো নিন্দনীয় কর্মকাণ্ড, আইনগত ঝামেলা মাথায় নিয়েও ট্রাম্প নিত্যই মন্দ আচার আচরণের জন্ম দিচ্ছেন। তাও জেতার ব্যাপারে তিনি দারুণ বিশ্বাসী। কমালা মাত্র তিন মাস যাবত নির্বাচনী মাঠে। প্রচারণায় তিনি চমক দেখাচ্ছেন নিত্য নতুন। দু দু বারের জনপ্রিয় প্রেসিডেন্ট সুবক্তা বারাক ওবামা কমালার পক্ষে নির্বাচনে প্রচারণা করছেন অক্লান্ত ভাবে। প্রেসিডেন্ট ক্লিনটনের মত সম্মোহনী গুণের অধিকারী ব্যক্তিত্বও কমালার জন্য, ডেমোক্রেট দলের জন্য, ট্রাম্পকে হারানোর জন্য নির্বাচনী মাঠে। ছোট বড় দলীয় নেতা কর্মী ছাড়াও রিপাবলিকান দলের শ’য়েরও বেশি সামনের কাতারের নেতা-নেত্রীও কমালাকে সমর্থন জানিয়েছে, কিছু কিছু পলিসি প্রশ্নে দ্বিমত পোষণ করা সত্ত্বেও। তিনি জন ম্যাককেইন (john McCain) রিপাবলিকানদের সমর্থন নিয়ে অ্যারিজোনায় জেতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এ কথা বলতেই হয়, ট্রাম্প জেতার ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী যদিও নির্বাচনী প্রচারণায় তথাকথিত অতি পুরুষোচিত কথা বলে তিনি প্রতিপক্ষের সমালোচনার শিকার হচ্ছেন। মৃত ব্যক্তির (Golfer Arnold Palmer) বিশেষ অঙ্গ নিয়ে কথা, হিটলারের যেমন সব সাহসী, নিষ্ঠুর এবং বিনা ব্যাক্যব্যয়ে তার কথা শুনত, নির্দেশ পালন করত এমন সব চরিত্র সম্পন্ন সেনাপতি ট্রাম্পও চান – বলেছেন নির্দ্বিধায়।

ফ্যাসিস্ট মনোভাবের এর চেয়ে নির্লজ্জ প্রকাশ আর কি হতে পারে এ নিয়ে দূর্ভাবনা অনেকেরই। ভেতরে শত্রু দমনে তিনি প্রয়োজনে সেনাবাহিনী ব্যবহার করবেন এমনতরো ঘোষণাও দিয়েছেন। কারা আভ্যন্তরীণ শত্রুর উদাহরণও তিনি দিয়েছেন পেলোসি (Pelosi) এবং স্কিপ (Schiff) এর নাম উল্লেখ করে। প্রগ্রেসিভ কথাবার্তা যারা বলে বা তাদের সাথে যাদের সখ্যতা তারা শত্রুপক্ষ এমন মতামত ট্রাম্প অহরহই দেন। কমালা হ্যারিসের প্রগ্রেসিভ রাজনীতির অধ্যায় ও ইতিহাসের প্রসঙ্গ তিনি বিভিন্ন সভা, টক শোতে দর্শক-শ্রোতাদের প্রায়ই মনে করিয়ে দেন।এত সব সমালোচনা মাথায় নিয়েও ট্র্যাম্পের জেতার আশা মোটেও ঘন পরতের শ্যাওলা দ্বারা আচ্ছাদিত হয়নি।

নির্বাচনী ফলাফল নিয়ে যারা ভবিষ্যৎ বাণী করেন তারা হিসেব মিলাতে হিমশিম খাচ্ছেন। ডেড লকড, ৪৮%-৪৮% সমান্তরালে অবস্থান করেছিলেন দু’দিন পূর্বেও এমনটি বলেছিলেন ডান পিফনার যিনি বারাক ওবামার সহকারি হিসেবে কাজ করেছেন সুনামের সাথে। এনবিসি নিউজ, কুইনিপিয়াক ইউনিভার্সিটিসহ বেশির ভাগ ভোট জরিপ প্রতিষ্ঠানেরই এমনই হিসাব এবং উপনিত উপসংহারও এ রকমই।

তবে গতকাল থেকে কিছুটা ভিন্নতা লক্ষ্য কড়া গেছে। ডেমোক্রেটিক কৌশলবিদ জেমস কারভিল (James Carville) স্পষ্ট করে বলেছেন যে কমালা হ্যারিসের কাছে ট্রাম্প হারবে। মাইকেল স্টিল (Michael Steele) অনেক দিন রিপাবলিকান ন্যাশনাল কমিটির চেয়ারম্যান হিসেবে খুব কাছ থেকে ট্রাম্পকে দেখেছেন। তিনি আফসোস করে বলেছেন, নির্বাচনের বর্তমান পর্যায়েও ট্রাম্প আজেবাজে বিষয় নিয়েই কোথা বলছেন।

অর্থনীতি প্রশ্নে, চাকরি বাজার, স্বাস্থ্য সেবা কেমন হওয়া বাঞ্ছনীয়, এমনকি জলবায়ু পরিবর্তনের মত সংবেদনশীল বিষয়াদি নিয়ে ট্রাম্পের নীরবতা মেনে নেয়া যায় না। নিউজ নেশন ১০/২২/২০২৪ রাতে লিচম্যান (Litchman) এর ভবিষ্যতবাণী উল্লেখ করে বলেছে যে কমালা হ্যারিস নির্বাচনে জেতবেন। লেখকের ধারণা, ট্রাম্প যদি অন্তত তিনটি ব্লু স্টেট জিতে নিতে পারেন তবে তিনি সর্বশেষ হাসি তিনিই হাসবেন।

Posted ১২:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

গল্প : দুই বোন
গল্প : দুই বোন

(8222 বার পঠিত)

স্মরণে যাতনা
স্মরণে যাতনা

(1531 বার পঠিত)

মানব পাচার কেন
মানব পাচার কেন

(1319 বার পঠিত)

আত্মঅহমিকা
আত্মঅহমিকা

(1004 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.