বাংলাদেশ অনলাইন : | সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
ছবি : সংগৃহীত
অনূর্ধ্ব-২০ লাতিন আমেরিকান ফুটসালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। আলবিসেলিস্তেদের বিপক্ষে ১-০ গোলের জয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে সেলেসাওরা। ভেনিজুয়েলায় অনুষ্ঠিত ফাইনালে দুই দলের লড়াই হয়েছে সমানে সমান। ফাইনালে গোল পাওয়াই যেন ছিল দুঃসাধ্য। শেষ পর্যন্ত অবশ্য গোল এসেছে।
টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ব্রাজিলই পেয়েছে আরাধ্য এই গোল। আর তাতে রানারআপ হয়ে টুর্নামেন্ট শেষ করতে হয়েছে আর্জেন্টিনাকে। প্রতিযোগিতায় ৩য় স্থানে থেকে ব্রোঞ্জ মেডেল পেয়েছে কলম্বিয়া। কনমেবল অঞ্চলের ১০ দলকে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে গ্রুপ ‘এ’ থেকে সেরা হয়েই নকআউট পর্বে গিয়েছিল আর্জেন্টিনা। আর গ্রুপ ‘বি’ থেকে সেরা হয়েছিল আসরের সবচেয়ে সফল দল ব্রাজিল। গ্রুপপর্বে আর্জেন্টিনা এক ম্যাচ হারলেও ব্রাজিল ছিল অপরাজিত। আসরটা তারা শেষ করেছে কোনো ম্যাচ না হেরেই।
Posted ১২:০২ অপরাহ্ণ | সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh