বাংলাদেশ অনলাইন : | রবিবার, ২৫ এপ্রিল ২০২১
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ১৯১৫ সালে আর্মেনীয়দের ওপর উসমানীয় সাম্রাজ্য যে হত্যাকাণ্ড চালিয়েছে, তাতে গণহত্যা সংঘটিত হয়েছে। এই ঐতিহাসিক ঘোষণায় একদিকে যেমন তুরস্ক ক্ষুব্ধ হয়েছে, তেমনি দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের ইতিমধ্যে নাজুক সম্পর্কে আরও টানাপোড়েন তৈরি হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। আর্মেনীয় হত্যাকাণ্ড নিয়ে হোয়াইট হাউস কয়েক দশক ধরে যে সতর্ক ভাষা ব্যবহার করে আসছিল, এই প্রতীকী উদ্যোগে সেই রাখঢাক আর থাকল না।
যুক্তরাষ্ট্রে বসবাস করা আর্মেনীয় নাগরিকরা বাইডেনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। কিন্তু এমন এক সময় এই ঘোষণা এসেছে, যখন বিভিন্ন ইস্যুতে আংকারার সঙ্গে যুক্তরাষ্ট্রের মতানৈক্য রয়েছে। বাইডেনের এই ঘোষণার বিরুদ্ধে তুরস্ক সরকার ও দেশটির বিরোধী দলগুলোর মধ্যে বিরল ঐক্য দেখা গেছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু বলেন, মার্কিন সিদ্ধান্তকে তুরস্ক পুরোপুরি প্রত্যাখ্যান করছে। কেবল জনপ্রিয়তার ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তুরস্কের বিরোধী নেতারা এটাকে ‘বড় ভুল’ বলে আখ্যায়িত করেছেন।
বাইডেনের বার্তায় আর্মেনিয়া, বিশ্বজুড়ে বসবাস করা আর্মেনীয় নাগরিকদের মধ্যে প্রবল উৎসাহ তৈরি করেছে। মার্কিন প্রেসিডেন্টকে একটি চিঠি দিয়েছেন আর্মেনীয় প্রেসিডেন্ট নিকোল নিকোল পেসনিয়ান। বিবৃতিতে বাইডেন বলেন, ১০৬ বছর আগে আজকে শুরু হওয়া গণহত্যায় যেসব আর্মেনীয় নিহত হয়েছেন, তাদের প্রতি আমেরিকান নাগরিকদের শ্রদ্ধা।
Posted ৬:৫০ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ এপ্রিল ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh