বাংলাদেশ অনলাইন : | রবিবার, ০৬ এপ্রিল ২০২৫
ছবি : সংগৃহীত
বলিউড তারকা রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের জীবনের গল্পে নতুন মোড় নিয়েছে অনেক আগেই। ‘তামাশা’ বা ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র মতো ছবিতে ওই দুই তারকার রসায়নে মুগ্ধ হয়েছেন দর্শক।
এক সময়ের এ জুটির প্রেম, বিচ্ছেদ ও তিক্ত সম্পর্কের কথা এতদিনে সবাই জেনে গেছে। এরপর রণবীরের জীবনে এলো আলিয়া ভাট। আর দীপিকার রণবীর সিং। দুজনেই সন্তান নিয়ে এখন সুখে সংসার করছেন।
তবে হঠাৎই বলিউডের বাতাসে ভাসছে নতুন খবর। রণবীর ও দীপিকা নাকি আবার ঘনিষ্ঠ হয়েছেন আর এর সবটা জানেন আলিয়া! এমনকী, আলিয়ার চোখের সামনেই সব ঘটছে!
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অনেকদিন পর ফের পর্দায় জুটি বাঁধছেন রণবীর-আলিয়া। সঞ্জয় লীলা ভানসালির সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ারে’ অভিনয় করবেন এই তারকা দম্পতি। শুধু তাই নয়, এও শোনা যাচ্ছে, এ সিনেমাতেই নাকি রণবীর ও দীপিকাকে দেখা যাবে অত্যন্ত ঘনিষ্ঠ দৃশ্যে।
জানা গেছে, এতে রণবীরের বিপরীতে ৪০ মিনিটের জন্য একটি চরিত্রে দেখা যাবে দীপিকাকে। ‘লাভ অ্যান্ড ওয়ারে’ অতিথি শিল্পী হিসেবে নাকি অভিনয় করছেন দীপিকা। তবে সেই অতি ঘনিষ্ঠ দৃশ্যের জন্য এটি দেখতে গেলে দর্শককে প্রাপ্তবয়স্ক হতে হবে।
যদিও এখন পর্যন্ত এই বিষয় নিয়ে দীপিকা বা তার সহযোগী পক্ষ থেকে কিছু জানানো হয়নি। অভিনেত্রী চুক্তিপত্রে এখনও সই করেননি বলেই জানা যাচ্ছে।
‘গেহরাইয়া’ ছবিতে সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছিল দীপিকাকে। তবে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে তার চেয়েও বেশি সাহসী দৃশ্যে তাকে দেখা যাবে বলে জানা যাচ্ছে। দৃশ্যটি অতিরিক্ত সাহসী বলেই দীপিকা নাকি ভাবার সময় নিয়েছেন।
Posted ১:১০ অপরাহ্ণ | রবিবার, ০৬ এপ্রিল ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh