| শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
ত্যাগের মহিমা
ধর্ম থেকে ধর্মে দেখি ত্যাগের মহিমায় সমুজ্জল এন্থার কাহিনী
কিং ডেভিড কিংবা কিং সুলেমানের কবিতায়, বেদের শ্লোকে,
হোমারের ইলিয়াড, ওডেসিতে, উপনিষদ, ভগভৎ গীতায়
ধর্ম আর বীরত্বের আখ্যান, রামায়ণ মহাভারতে ঘুরেফিরে গর্ব,
ঘৃণা, হিংসা, তাচ্ছিল্য, নিন্দাবাদ, আর অহংকারের সব কথন।
ত্যাগের মহিমায় সমুজ্জ্বল কাহিনীগুলো পঞ্চ পাণ্ডবের রাজ্য ত্যাগ
পাঁচ ভাইয়ের সুখের আনন্দ দানের জন্য দ্রুপদির নিজেকে সমর্পণ
আরও কত ত্যাগের, বৃহত্তর কল্যাণে নিজেকে বিলিয়ে দেয়ার ব্রত
কথা, কাহিনী নিরন্তর ছড়িয়ে ছিটিয়ে আছে সব দেশে সব কালে।
সব ধর্ম, কৃষ্টি, সংস্কৃতিতেই এমনতরো অজস্র উদাহরণের দেখা মেলে
গর্ব করে , স্পীত বক্ষে কবুতরের বাকবাকুম ধ্বনির আদলে বুঝিবা
বয়ান করি সন্তানের কাছে, নাতি- নাতীদের কাছে পরম আদরে।
অত্যুজ্জ্বল সেই কাহিনী যা কোরআন, বাইবেলে সবিস্তারে বলা
অতি সামান্য হেরফেরে, মিসরীয় কৃষ্ণ রমণী বিবি হাজেরার কথা
তাঁর কলজের টুকরো বালক ইসমাইলের ত্যাগ আর সাহসের পণ
পিতার অপত্য স্নেহের ধন স্রস্টার সন্তুষ্টির মানসে ত্যাগের প্রস্তুতি
ত্যাগের, স্রষ্টার মহিমা কীর্তনের এ উদাহরণ রইবে চিরকাল সমুজ্জ্বল
বকরী ঈদ উৎসব অনন্য সেই অমর স্মৃতিকথা নিয়ে আসে আনন্দে।
বোধ ফিরে আসছে
আলো আঁধারি ভাব কিছুটা আাঁধি ভৌতিক পরিবেশ
মাথাটা কেমন ঝিম ঝিম কেউ যেন খিল এটে দিচ্ছে ।
মৃত্যুগুহার গেটে পৌঁছে গেছ , বলছে ক্ষীণক্ন্ঠ ফিসফাস
কানের কাছে বেসুরো ঘ্যানর ঘ্যানর জপ, ঐতো আসছে।
এদিক সেদিক তাকিয়ে দেখি বেশ কিছু অতি পরিচিত মুখ
সামনে আসে ক্ষণিকের তরে আবার সহসাই মিলিয়ে যায়
যাওয়ার আগে সমস্বরে বলে যায় , কে আসছে চেয়ে দেখ
বলে আর গলায় ঢেলে দেয় বুঝিবা খোয়াই’র ঘোলা জল
মৎস্য কুমারীর গুঁতো , তাও টের পাই , মৃদু মোলায়েম খুব
অর্ধ নিমিলীত চোখে অবাক হয়ে দেখি শিখা অত্যুজ্জল
পায়ের শব্দ শুনি ক্ষীণ নরোম পায়ে মিলিয়ে যায় দূরান্তে
কম্পন অনুভবে টের পাই বৈশালী বুঝি গেছে শৃঙ্গ প্রান্তে।
Posted ১২:১৯ অপরাহ্ণ | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh