নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৬ মে ২০২১
আশা হোম কেয়ার’র ইফতার পার্টি
আশা হোম কেয়ার গত ২৩ এপ্রিল শুক্রবার জ্যাকসন হাইটসের খাবার বাড়ি চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে ইফতার পার্টির আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন আশা হোম কেয়ারের ডাইরেক্টর ও সিইও মোহাম্মদ হুদা ও পরিচালক মিস এশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টেগরা, এম এল টিসি এর বিশেষ প্রতিনিধি মিঃ জুসেফ, খাবার বাড়ির পরিচালক হারুন ভূঁইয়া এবং এসএম ডিজিটালের মোঃ মনির হোসেন। ইফতার ও মাগরিবের নামাজ শেষে ডিনার পরিবেশন করা হয়। সবশেষে আশা হোম কেয়ারের পক্ষ থেকে মিঃ জুসেফকে বিশেষ ঈদ উপহার প্রদান করেন পরিচালক মিস এশা ও জনাব হুদা।
Posted ২:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ মে ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh