বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ আমেরিকান ও যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসরত করদাতা ইমিগ্রান্টদের ব্যাংক একাউন্টে তৃতীয় দফা স্টিমুলাস চেক আসতে শুরু করেছে। গত ১০ মার্চ আমেরিকান কংগ্রেস ১.৯ ট্রিলিয়ন ডলারের কোভিড ১৯ রেসক্যু প্ল্যান পাস করার পর প্রেসিডেন্ট জো বাইডেন তা অনুমোদন করার পর গত ১২ মার্চ থেকে শুরু হয়েছে ভুক্তভোগীদের কাছে স্টিমুলাসের অর্থ প্রেরণের কাজ। ইতোমধ্যে অনেকে তাদের ব্যাংক একাউন্টে স্টিমুলাসের চেক জমা হয়েছে দেখতে পেয়েছেন।
মাথাপিছু ১,৪০০ ডলার, দম্পতি ২,৮০০ ডলার, চার সদস্যের পরিবার ৫,৬০০ ডলার এবং ৫ সদস্যের পরিবার ইতোমধ্যে ৭,০০০ ডলার তাদের একাউন্টে পেয়েছেন। যারা ডেবিট কার্ডে স্টিমুলাসের অর্থ পাবেন তাদের কার্ডেও স্টিমুলাসের অর্থ দেয়া শুরু হয়েছে। তবে যারা ইতিপূরর্ব ডাকযোগে স্টিমুলাস চেক পেয়েছেন, তৃতীয় দফা স্টিমুলাস চেকও তারা ডাকযোগে পাবেন। এক্ষেত্রে একটু বিলম্ব হলেও উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
যুক্তরাষ্ট্রের ডাকবিভাগ অত্যন্ত নির্ভরযোগ্য। কোনো কারণে যদি ডাকযোগে চেক এসে না পৌছে সেক্ষেত্রে সংশ্লিষ্টরা আইআরএস এর সঙ্গে যোগাযোগ করে চেক দাবী করতে পারবেন। তা না হলে আগামী বছর ট্যাক্স রিটার্ন ফাইল করার সময়ও তারা রিফান্ডে স্টিমুলাসের অর্থ ফেরত পাবেন।
Posted ১১:৩৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh