নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১
আহবাব চৌধুরীর নতুন বই ‘জিরো পয়েন্ট’ প্রকাশিত
আহবাব চৌধুরী খোকন নিউইয়র্ক প্রবাসী রাজনীতিবিদ ও কমিউনিটি নেতা। দেশ ও প্রবাসের পত্রপত্রিকায় তিনি নিয়মিত লিখে থাকেন। তাঁর এই লেখায় কমিউনিটি এবং দেশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা ফুঁটে উটে। সাদা চোঁখে তিনি যা দেখেন অকপঠে তুলে ধরেন তার লেখনীতে। ২০১৮ সালে তার প্রথম বই ‘কালের ভাবনা ‘প্রকাশ করেছিল ঢাকার উৎস প্রকাশনী ।
এবার বাংলা একাডেমি আয়োজিত অমর ২১ শে বইমেলায় সিলেটের কৈতর প্রকাশনী বের করেছে তাঁর ১৩ ফর্মার চমৎকার একটি ভ্রমন কাহিনী মূলক বই ‘জিরো পয়েন্ট’। বইটির ভুমিকা লিখেছেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত ভ্রমন কাহিনী লেখক ও টিভি অনুষ্ঠান নির্মাতা শাকুর মজিদ। বইটি ঢাকায় অমর একুশে বই মেলায় প্রতিভা প্রকাশনীর ১৩১, ১৩২,১৩৩ নং স্টলে পাওয়া যাচ্ছে। বইটি ভ্রমন প্রেমিকদের চাহিদা মিটাতে সক্ষম হবে বলে অনেকেই আশাবাদ ব্যক্ত করেছেন।
Posted ৫:৫৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh