ক্রীড়া ডেস্ক : | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০
ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে গোলের সেঞ্চুরি করলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৯৯টি গোলের পর তার এই রেকর্ডের অপেক্ষায় ছিল ভক্তরা। ৬ সেপ্টেম্বরই তা হতে পারত। কিন্তু সেদিন উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে নামেননি সিআরসেভেন। পায়ে সংক্রমণের জন্য দর্শক হয়েই থাকতে হয়েছে তাকে।
৯ সেপ্টেম্বর লিগের নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে কীর্তিটা গড়তে দেরি করলেন না এই পর্তুগিজ সুপারস্টার। এদিন সুইডেনের বিপক্ষে গোল করে এই মাইলফলক পূরণ করেন পর্তুগাল অধিনায়ক। তার সামনে এখন ইরানের আলি দাইয়ি। ১০৯ গোল করে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে আন্তর্জাতিক গোলের সেঞ্চুরি করেছিলেন। সে হিসাবে রোনাল্ডোর অবস্থান দ্বিতীয় হলেও ইউরোপিয়ানদের মধ্যে প্রথম।
ম্যাচের ৪৪তম মিনিটে জাও মোতিনহোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন সুইডেনের গুস্তাভ সভেন্সন।
আর তাতেই ডি বক্সের ২৫ গজ দূরে ফ্রিকিক পায় পর্তুগাল। ৪৫ মিনিটে সেই ফ্রি-কিকে পা ছোঁয়ান রোনাল্ডো। সরাসরি সুইডিশ গোলরক্ষককে বোকা বানিয়ে তা জালে জড়ায়। দৃষ্টিনন্দন এক ফ্রি-কিক দিয়ে নিজের শততম গোল পূরণ করলেন রোনাল্ডো। দেশের হয়ে ফ্রি-কিক থেকে রোনাল্ডোর এটি ১০ম গোল। আর ফ্রি-কিক থেকে এটি তার ৫৭তম।
ভক্তদের এখন শুধু অপেক্ষা আরও ১০ গোলের। এই উয়েফা নেশন্স লিগেই যদি গুনে গুনে নেই ১০টি গোল করে ফেলেন রোনাল্ডো! সেই আশায় ভক্তরা। তাহলে এককভাবে আর্ন্তজাতিক ম্যাচের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটিও দখলে নেবেন তিনি।
পরিসংখ্যান বলেছে, রোনাল্ডোর এই ১০০ গোলের মধ্যে বাঁ-পা দিয়ে করেছেন ২২টি , ডান পা দিয়ে করেছেন ৫৪টি যার মধ্যে ১০টি গোল এসেছে ফ্রি-কিক থেকে, ৭৯টি ওপেন প্লে থেকে এবং ১১টি গোল করেছেন পেনাল্টি স্পট থেকে। বাকি ২৪টি গোল করেছেন হেড দিয়ে।
তথ্যসূত্র : গোল ডট কম
Posted ১০:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh