বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
নিউইয়র্ক ষ্টেটের সর্বত্র ইনফরমেশন টেকনোলজি স্পেশালিষ্ট – ১ ও ইনফরমেশন টেকনোলজি স্পেশালিষ্ট-১ (প্রোগ্রামিং) পদে লোক নিয়োগের জন্য দরখাস্ত আহবান করা হয়েছে। তবে বিশেষভাবে এই পদগুলো ষ্টেট রাজধানী অ্যালবেনি এলাকায়। এই পদগুলোতে বার্ষিক বেতনের পরিমাণ ৪৪,৫৬৪ ডলার।
তবে যারা নিউইয়র্ক সিটি বা নাসাউ, সাফোক, রকল্যান্ড বা ওয়েষ্টচেষ্টার কাউন্টিতে নিয়োগ করা হলে তাদেরকে বার্ষিক বেতনের পরিমাণ ৩,০২৬ ডলার ভাতা লাভ করবেন এবং যারা ডাচেস, অরেঞ্জ বা পাটনাম কাউন্টিতে নিয়োগ পাবেন তারা বার্ষিক ভাতা হিসেবে পাবেন ১,৫১৩ ডলার। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইনফরমেশন সিষ্টেম, টেলিকমিউনিকেশনস বা ম্যানেজমেন্ট ইনফরমেশনে এসোসিয়েট ডিগ্রি বা উচ্চতর ডিগ্রি থাকতে হবে। বিস্তারিত জানতে ও আবেদন করার পদ্ধতি জানার জন্য আগ্রহী ব্যক্তিরা ভিজিট করতে পারেন www.cs.ny.gov/pstit/announ.cfm ওয়েবসাইট।
Posted ২:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh