বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী ইমিগ্রান্টদের গ্রেফতার করে তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়ার পূর্ব পর্যন্ত ডিটেনশন সেন্টার বা আটক শিবিরে রাখার সুবিধা সৃষ্টির জন্য টাম্প প্রশাসন ৪৫ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা গ্রহণ করেছে। এ ব্যয়ের মধ্যে অবৈধদের আটক রাখা ছাড়াও অন্যান্য সার্ভিসও থাকবে বলে নিউইয়র্ক টাইমসের এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে এ ধরনের আটক কেন্দ্রগুলো সাধারণত বেসরকারি ঠিকাদারদের দ্বারা পরিচালিত হয়। কোরসিভিক নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান ২০১৫ সালে টেক্সাসের ডিলিতে ২৪৬ মিলিয়ন ডলার চুক্তিতে পাঁচ বছরের জন্য একটি ফ্যামিলি ডিটেনশন সেন্টার নির্মাণ করেছিল। কেন্দ্রটি বেশ ক’বছর অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে ইতিমধ্যে নতুন একটি কোম্পানির সঙ্গে প্রশাসন চুক্তিতে উপনীত হয়েছে কেন্দ্রটি পুনরায় চালু করার জন্য।
এছাড়াও বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসন ডিটেনশন সেন্টার নির্মাণ ও পরিচালনার ব্যাপারে চুক্তিতে উপনীত হতে যাচ্ছেন বলে নিউইয়র্ক টাইমস জানিয়েছে তাদের এক রিপোর্টে।
ট্রাম্প প্রশাসন গত সপ্তাহে প্রশাসনের দ্বারা অনলাইনে পোস্ট করা ডিটেনশন সেন্টার নির্মাণের প্রস্তাব করেছেন, যুক্তরাষ্ট্রে এর আগে কখনও এত ব্যাপক-ভিত্তিক ইমিগ্রান্ট আটক ব্যবস্থা সম্পসারিত করার উদ্যোগ দেখা যায়নি।
হোমল্যান্ড সিকিউরিটির ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট বিভাগ বা আইস এ প্রস্তাব দিয়েছে, যার মধ্যে ঠিকাদারদের আগামী দুই বছরে ৪৫ বিলিয়ন ডলার ব্যয়বরাদ্দ সম্বলিত নতুন ডিটেনশন সেন্টার নির্মাণ, আটক ইমিগ্রান্টদের পরিবহন করা, ডিটেনশন সেন্টার প্রহরার ব্যবস্থা করা, আটকদের চিকিৎসা সেবা প্রদান এবং অন্যান্য প্রশাসনিক সার্ভিস দেওয়ার জন্য প্রস্তাব জমা দেওয়ার জন্য আহ্বান জানান হয়েছে।
নিউইয়র্ক টাইমসের রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, ‘আইস’ এর কাছে এত অধিক পরিমাণ অর্থ নেই। তবে ফেডারেল সরকার যদি প্রয়োজনীয় অর্থ অনুমোদন করে, তাহলে তারা অবৈধ ইমিগ্রান্ট গ্রেফতার ও আটক রাখার জন্য বর্তমান বরাদ্দের ছয়গুণ অধিক অর্থ বরাদ্দ হবে এবং আইস এর ইমিগ্রান্ট আটক করার পরিমাণও সে অনুপাতে বৃদ্ধি পাবে। অবৈধ ইমিগ্রান্টদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন যে আরো কঠোর হতে যাচ্ছে তার ইঙ্গিত পাওয়া যায় ডিটেনশন সেন্টার নির্মাণে এত বিপুর পরিমাণ অর্থ ব্যয়ের পরিকল্পনা দেখে।
তিনি যুক্তরাষ্ট্রেকে অবৈধ ইমিগ্রান্ট মুক্ত করতে বদ্ধপরিকর এবং তিনি তার বর্তমান মেয়াদেই তা করতে চান। জানা গেছে ঠিকাদারদের নির্বাচন শেষ হলে পরিকল্পনা অনুযায়ী হোমল্যান্ড সিকিউরিটি তার অধীনস্থ সংস্থা আইস এর মাধমে ডিটেনশন সেন্টারগুলো নির্মাণের তত্বাবধান করবে। গত অর্থবছর আইস এ কাজে পরাদ্দ পেয়েছিল প্রায় ৩.৪ বিলিয়ন ডলার।
আইস ইতিমধ্যে রিপাবলিকান পার্টির সরকার থেকে তাদের অভিযান পরিচালনার জন্য বড় ধরনের বরাদ্দের আশা করছে এবং সিনেট রিপাবলিকানরা তা গত শনিবার অনুমোদন করেছে।
এই ব্যবস্থা ইমিগ্রেশন আইন কঠোরভাবে কার্যকর করার সঙ্গে জড়িত অন্যান্য বিষয়গুলোর মধ্যে প্রয়োজনীয় ক্ষেত্রে আটক ইমিগ্রান্টদের ক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগ তদারকি করতে আগামী ১০ বছরে ১৭৫ বিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রাথমিকভাবে ডিটেনশন সেন্টার নির্মাণ কাজে ৪৫ বিলিয়ন ডলার ব্যয় করার পর পরবর্তী ব্যয়বরাদ্দ আরও সহজ হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। এতে কর্মদক্ষতাও বৃদ্ধি পাবে।
Posted ১২:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh