নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের জ্যামাইকা অফিস উদ্বোধন
নিউইয়র্কের বাংলাদেশিদের আস্থার হোম কেয়ার এজেন্সি ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার এলএলসির জ্যামাইকার হিলসাইড অফিসের উদ্বোধন হয়েছে গত ৫ মার্চ, শুক্রবার। এদিন বাদ জুমা ফিতা কেটে অফিসের উদ্বোধন করেন ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার এর চেয়ারম্যান এবং সিইও গিয়াস আহমেদ। এসময় তাঁর সঙ্গে ছিলেন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশনের সভাপতি ও গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, এটিভির সিইও ফরিদ আলম, প্রযোজক ও অভিনেতা শামীম শাহেদ, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার’র প্রেসিডেন্ট নিপা আহমেদ, ভাইস প্রেসিডেন্ট শামসুন নাহার নিম্মি (নিম্মি নাহার), সাবেক ইমিগ্রেশন কর্মকর্তা আজম মোহাম্মদ, গোল্ডেন এজ হোম কেয়ারের ডাইরেক্টর সংগীতশিল্পী রানো নেওয়াজ, জ্যাকসন হাইটস অফিসের রুবিনা, জাকিয়া, রাজিনসহ আমন্ত্রিত অতিথিরা। এর আগে মিলাদ অনুষ্ঠিত হয়। মিলাদে সবার মঙ্গল কামনা করা হয়।
ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের জ্যামাইকা অফিস উদ্বোধন
অফিসটি উদ্বোধনের পর ভাইস প্রেসিডেন্ট নিম্মি নাহার বলেন, এ অফিস (হিলসাইডের ৮৭ ৫৪ ১৬৮ স্ট্রিট, জ্যামাইকা) এর উদ্বোধনের মধ্য দিয়ে আমার স্বপ্ন যাত্রা শুরু হয়েছে। কৃতজ্ঞতা জানাচ্ছি ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের চেয়ারম্যান গিয়াস আহমদেকে, যিনি আমাকে প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেয়ার পাশাপাশি জ্যামাইকা অফিসের পরিচালনা ও ব্যবস্থাপনার সুযোগ করে দিয়েছেন। নিম্মি বলেন, আমি আশাবাদী মানুষ। বাংলাদেশের এনটিভিতে দীর্ঘ এক যুগেরও অধিক সময় নিউজ প্রেজেন্টার হিসেবে সুনামের সঙ্গে কাজ করেছি। প্রবাসে এসেও টাইম টেলিভিশনে নিউজ প্রেজেন্টার ছিলাম। পরে প্রথম আলো উত্তর আমেরিকার কনসালটেন্ট ছিলাম। এখন আছি টিবিএন২৪ টেলিভিশনের নিউজ প্রেজেন্টার হিসেবেও। এছাড়া এই কয়েক বছরে এ কমিউনিটিতে অন্তত ৩০০ অনুষ্ঠান উপস্থাপনা করেছি। আমি কমিউনিটির মানুষের ভালোবাসা পেয়েছি। আমি মনে করি আমার এ স্বপ্নযাত্রায় বিধাতা সহায় হবেন, কমিউনিটির মানুষরা আমার সাহস হিসেবে কাজ করবেন। আর আমার উপর আল্লাহর রহমত আর মা-বাবার দোয়া থাকলে আমি সফল হবোই ইনশাআল্লাহ। কারণ আমি স্বপ্ন দেখতে পছন্দ করি, স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে ভালোবাসি। আপনারা আমার জন্য দোয়া করবেন। হোম কেয়ারের সেবা সংক্রান্ত সব বিষয়ে জানতে চলে আসতে পারেন ৮৭-৫৪ ১৬৮ স্ট্রিট জ্যামাইকার হিলসাইড দ্বিতীয় তলার ২০৪ নাম্বার রুমে। ইউএসএনিউজঅনলাইন.কম
Posted ৬:৫১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh