বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩
ছবি : সংগৃহীত
ইয়েমেনে বিদ্রোহীদের হাতে অপহৃত জাতিসংঘের বাংলাদেশি বিশেষজ্ঞ এ কে এম সুফিউল আনামকে উদ্ধার করা হয়েছে। ৮ আগস্ট (মঙ্গলবার) পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ইয়েমেনে আল কায়েদার হাতে অপহৃত জাতিসংঘে কর্মরত ও সাবেক সেনা কর্মকর্তা লে. কর্নেল সুফিউল আনামকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় উদ্ধার করা হয়েছে বলেও জানা গেছে। এ বিষয়ে মধ্যস্থতা করেছে ইউএই।
২০২২ সালের ফেব্রুয়ারিতে সুফিউল আনামসহ জাতিসংঘের পাঁচ কর্মীকে ইয়েমেনের দক্ষিণাঞ্চল থেকে অপহরণ করা হয়। সুফিউল ইয়েমেনের অ্যাডেনে জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের ফিল্ড সিকিউরিটি কো-অর্ডিনেশন অফিসার (হেড) হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এই সাবেক সেনা কর্মকর্তার অপহরণের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন। তিনি জানান, সুফিউল আনাম বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল।
সুফিউল আনাম বাংলাদেশ সেনাবাহিনীতে ১৯৭৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। অবসর নেওয়ার পর থেকে তিনি জাতিসংঘের সঙ্গে কাজ শুরু করেন।
Posted ১০:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh