বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
ছবি : সংগৃহীত
ইরানে ইসরায়েলের সামরিক পদক্ষেপ ও হামলায় উদ্বেগ জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ইসরায়েলের এমন হামলায় মধ্যপ্রাচ্যে ‘আকস্মিক উত্তেজনা বৃদ্ধিতে’ তার দেশ গভীরভাবে উদ্বিগ্ন বলে মন্তব্য করেন শি। ১৬ জুন (মঙ্গলবার) কাজাখস্তানের রাজধানী আস্তানায় উজবেক প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, ইরান-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর প্রথম প্রকাশ্য মন্তব্যে করেছেন শি জিনপিং। চীনা প্রেসিডেন্ট বলেন, চীন অন্য দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করে এমন যেকোনো কর্মকাণ্ডের বিরোধিতা করে।
শি বলেন, ‘সামরিক সংঘাত সমস্যা সমাধানের কোনো উপায় নয় এবং আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থের অনুকূল নয়।’ দ্বিতীয় চীন-মধ্য এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে বর্তমানে আস্তানায় রয়েছেন শি। সেখানে চীনা প্রেসিডেন্ট বলেন, যত তাড়াতাড়ি সম্ভব সংঘাত শান্ত করতে সব পক্ষের কাজ করা উচিত এবং এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা পালনে চীন সব পক্ষের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।
Posted ১০:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh