বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ৪৬তম কমিশনার হিসেবে এডওয়ার্ড কাবানের (৫৫) নাম ঘোষণা করা হয়েছে। তিনি হতে যাচ্ছেন নিউইয়র্ক পুলিশের ১৭৭ বছরের ইতিহাসে প্রথম ল্যাটিনো কমিশনার। গত সোমবার সাউথ ব্রঙ্কসের ৪০তম প্রিসিঙ্কটের সামনে সংবাদ সম্মেলনে সিটি মেয়র এরিক অ্যাডামস এনওয়াইপিডি’র নতুন কমিশনার হিসেবে কাবানের নাম ঘোষণা করেন। তার পূর্ববর্তী কমিশনার কিচেন্ট সিওয়েল ছিলেন এনওয়াইপিডি’র তৃতীয় কৃষ্ণাঙ্গ ও প্রথম নারী কমিশনার। তিনি কি কারণে কমিশনার পদ থেকে সরে গেছেন, এর কোনো কারণ তিনি জানাননি।
গত মাসে সাংবাদিকরা এ ব্যাপারে মেয়র এরিক অ্যাডামসকে প্রশ্ন করলে তিনি বলেন, “কমিশনার সিউয়েল যদি চান, তাহলে তিনি বলতে পারেন। তবে অনুগ্রহ করে তিনি যা বলেননি এমন কথা তার মুখে তুলে দেবেন না।” সাংবাদিকদের সিউয়েল বলেন যে, কী কারণে তিনি পুলিশের চাকুরিতে সবচেয়ে স্বপ্নের অবস্থান থেকে তিনি কেন চলে যাচ্ছে, সে কারণ তিনি সম্ভবত কখনো বলবেন না। কিচ্যান্ট সিওয়েল মাত্র ১৮ মাস এনওয়াইপিডি’র কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
নিউইয়র্ক পুলিশের কমিশনার পদে উন্নীত হওয়ার আগে এডওয়ার্ড কাবান এনওয়াইপিডি’র ফার্ষ্ট ডেপুটি কমিশনার ছিলেন এবং কিচেন্ট সিওয়েল পুলিশ কমিশনার পদ থেকে ইস্তফা দেওয়ার পর তিনি কিচ্যান্ট এর স্থলে ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মেয়র এরিক অ্যাডামস কমিশনার নিয়োগের ঘোষণা দেওয়ার সময় বলেন, ‘নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে আমি এডওয়ার্ড কাবান সিটির পরবর্তী পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ করতে পেরে গর্ব অনুভব করছি।” সমবেত সকলে ‘এডি, এডি, এডি,’ উচ্চারণ করে তার ঘোষণাকে স্বাগত জানায়। কাবান বলেন, ‘আমি আপনার টিমের অংশ হতে পেরে আনন্দিত যে আপনি সিটির আইনশৃঙ্খলা রক্ষার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার ওপর ন্যস্ত করার জন্য আমার ওপর আস্থা রেখেছেন। এটি আমার জন্য একটি প্রথম ঘোষণা, কারণ আমিই হিসপানিক বংশোদ্ভুতদের মধ্যে এনওয়াইপিডি’র প্রথম কমিশনার হিসেবে নিয়োগ লাভের সম্মান পেয়েছি।
তিনি সিটির ব্রঙ্কসে এক পুয়োর্টোরিকান পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন ট্রানজিট পুলিশ ডিটেকটিভ। এডওয়ার্ড কাবান ১৯৯১ সালে এনওয়াইপিডিতে যোগ দেন। কিচ্যান্ট সিওয়েল যখন পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করছিলেন, এডওয়ার্ড কাবান তখন সিটি মেয়রের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করেন। এখন তাকে এনওয়াইপিডি’র প্রায় ৩৬ হাজার অফিসার এবং ১৯ হাজার বেসামরিক কর্মীর বিশাল জনশক্তি তদারক ও পরিচালনা করতে হবে।
Posted ৩:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh