নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
এবিসিএইচ গ্রুপের প্রথম মিলন মেলায় নেতৃবৃন্দ : ছবি সংগৃহীত
কুইন্সের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হলো আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের নিয়ে গঠিত ফেসবুকভিত্তিক সংগঠন ‘আমেরিকান বাংলাদেশি কমিউনিটি হেল্প (এবিসিএইচ) গ্রুপ’-এর ১৩ হাজার সদস্য পূর্তি উদযাপন। এ উপলক্ষে গত ২০ মার্চ তাদের প্রথম ‘মিট এন্ড গ্রিট’ অনুষ্ঠান করা হয়। করোনাকালীন সতর্কতার জন্য স্বাস্থ্যবিধি মেনেই গ্রুপের কতিপয় সদস্য নিয়ে স্বল্প পরিসরে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। ২০১৯ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি এই পর্যন্ত আমেরিকায় বসবাসকারী হাজার হাজার বাংলাদেশি মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। শুধু আমেরিকায় নয়, এমনকি তারা বাংলাদেশের বিভিন্ন দুর্যোগ ও বিপদেও সহোযোগিতার হাত নিয়ে পাশে দাঁড়াচ্ছে।
এবিসিএইচ গ্রুপের প্রথম মিলন মেলায় সুধীর একাংশ। ছবি : সংগৃহীত
আমেরিকাস্থ বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের মাঝে এই গ্রুপটি দিন দিন দারুণ জনপ্রিয় হয়ে উঠছে। এই গ্রুপের নাম এখন সবার মুখে মুখে। যেকোনো ধরনের তথ্য, পরামর্শ, ক্লাসিফাইড অ্যাড. অথবা পারস্পরিক সহযোগিতার জন্য এই গ্রুপে একটা পোস্ট দিলেই গ্রুপের সদস্যরা সম্পূর্ণ বিনা মুল্যে পেয়ে যাচ্ছেন তড়িৎ সমাধান। গ্রুপে বাংলাদেশি বংশোদ্ভূত সকল শ্রেণিপেশার হাজার হাজার সদস্য স্বপ্রণোদিত হয়ে একে অপরের সাহায্যে এগিয়ে আসছেন। এ যেন আমেরিকার মাটিতে বাংলাদেশি কমিউনিটির এক অভূতপূর্ব মিলনমেলা। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে গ্রুপের তিনজন এ্যাডমিন জাহিদ করিম, তরিকুল ইসলাম মিঠু ও হাসান ভূঁইয়া বলেন, তারা আমেরিকায় বসবাসকারী বাংলাদেশি কমিউনিটিকে ঐক্যবদ্ধ করা, তাদের মাঝে পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলা এবং বিভিন্ন প্রয়োজনে গুরুত্বপূর্ণ তথ্য, পরামর্শ ওনানাবিধ সহযোগিতা দিয়ে কমিউনিটির পাশে থাকার জন্য সম্পূর্ণ বিনা স্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই গ্রুপেরমাধ্যমে অতি শিগগিরই সারা আমেরিকা জুড়ে ছড়িয়ে থাকা বেশির ভাগ বাংলাদেশি কমিউনিটির মানুষকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
Posted ১০:১৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh