বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
মেট্টোপলিটান ট্রানজিট অথরিটির (এমটিএ) বাস মেনটেইনার পদে চাকুরিতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আবেদন করার শেষ তারিখ আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী স্প্রিং এ। এই পদে প্রতি ঘন্টা ন্যূনতম বেতনের পরিমাণ ২৬.৪৬ ডলার। এই হারে বেতন প্রযোজ্য হবে ইয়ংকার, ইস্টচেষ্টার, কলেজ পয়েন্ট, লাগর্ডিয়া এন্ড বেসলে পার্কডিপোর জন্য। এছাড়া জেএফকে, স্প্রিং ক্রিক এবং ফার রকওয়ে ডিপোতে প্রতি ঘন্টা বেতন হার হবে ২৫.৩৭ ডলার।
আবেদন করার জন্য ফি এর পরিমাণ ৬৮ ডলার। এছাড়া রাতের শিফটে বা সাপ্তাহিক ছুটির দিনে কাজ করলে বেতন হারেও অনুরূপ পার্থক্য হবে। আবেদন করার সময়ের মধ্যে আগ্রহীদের তিন বছরের জন্য বাস, কার, ট্রাক বা এয়ারক্রাফটে প্রাথমিক পর্যায়ের মেকানিক্যাল রিপেয়ারের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কোন ট্রেড বা ভোকেশনাল স্কুল থেকে অটোমোটিভ মেকানিকস বা এর কাছাকাছি কোন বিষয়ে গ্রাজুয়েশন থাকতে হবে। আবেদনকারীর কোনো রেষ্ট্রিকশন ছাড়া বি শ্রেনির কমার্শিয়াল ড্রাইভার্স লাইসেন্স থাকতে হবে। চাকুরি সম্পর্কে বিস্তারিত তথ্য ও আবেদন করার নিয়ম জানতে আগ্রহীরা ভিজিট করতে পারেন web.mta.infor/nyct/hr/pdf_ex-ams/1302.pdf ওয়েবসাইট।
Posted ৩:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh