বাংলাদেশ অনলাইন : | শনিবার, ০৩ এপ্রিল ২০২১
এমিওয়ে বান্তাই ও গেইল। ছবি : সংগৃহীত
ক্রিস গেইলের গান আসছে বাজারে। ভারতের জনপ্রিয় হিপ-হপ গায়ক এমিওয়ে বান্তাইয়ের সঙ্গে তার নতুন গান নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে ভক্তদের মাঝে।
ভারতীয় গণমাধ্যম জি নিউজের বরাতে জানা যায়, নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে গানের বিষয়টি নিশ্চিত করেছেন ক্যারিবীয় এই ক্রিকেট দানব।
ফেসবুক পোস্টে গেইল জানান, জামাইকা থেকে ভারত, এমিওয়ে বান্তাই; ভাই তোমার সঙ্গে দেখা ও কাজ করতে পেরে আমি আনন্দিত। তুমি সত্যি ভালো একজন মানুষ, ব্যাপক প্রতিভাবান ও প্রফেশনাল। একসঙ্গে গানের শুটিং করে ব্যাপক আনন্দিত আমি। গানটি প্রকাশ করতে আর ধৈয্য সইছে না আমার। অনেক সম্মান তোমার প্রতি।
এবারের আইপিএলে কিংস এলিভেন পাঞ্জাবের হয়ে মাঠ কাঁপাবেন গেইল। তার আক্রমণাত্মক ব্যাটিং দেখার জন্য মুখিয়ে আছে ক্রিকেটপ্রেমিরা। এরমধ্যেই গান প্রকাশ করার খবর দিয়ে সবাইকে চলকে দিলেন তিনি।
Posted ১১:১৬ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ এপ্রিল ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh