বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
বক্তব্য রাখছেন এরিক অ্যাডামস। পাশে কম্যুনিটির নেতৃবৃন্দ।
নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ডেমোক্রেট দলীয় মেয়র প্রার্থী এরিক অ্যাডামসকে সমর্থন দিয়েছে বাংলাদেশী আমেরিকান সংগঠন নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব। জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় গত ৭ জুন দুপুরে অনুষ্ঠিত সমাবেশ থেকে ব্রুকলীন বরোর প্রেসিডেন্ট মেয়র প্রার্থী এরিক অ্যাডামসের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ব্যক্ত করে মুর্শেদ আলম। এসময় বাংলাদেশী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নিউ আমেরিকান ইয়ুথ ফোরামের সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার আহনাফ আলমের সঞ্চালনায় সমাবেশ পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি বোর্ড মেম্বার শাহ নেওয়াজ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নিউ আমেরিকান ডেমোক্র্যাটিক ক্লাবের প্রেসিডেন্ট মোরশেদ আলম, নিউ আমেরিকানস ওমেনস ফোরামের সভাপতি অ্যাডভোকেট রুবাইয়া রহমান, নারী নেত্রী অধ্যাপিকা হুসনে আরা বেগম, কমিউনিটি লিডার আবু জাফর মাহমুদ, ফখরুল ইসলাম দেলোয়ার, আহসান হাবীব, আমিন খান জাকির, জ্যাকসন হাইটস মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শিব দাস, রাজনীতিবিদ ডাঃ মাসুদুল হাসান, ডাইভারসিটি প্লাজার পরিচালক পাকিস্তানি বংশোদ্ভূত আগা সালেহ প্রমুখ।
সমাবেশে এরিক অ্যাডামস নিউইয়র্ক সিটির অ্যাফরডেবল হাইজিং সুবিধা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, আমি নির্বাচিত হলে এ সুবিধা বাড়ানো হবে। আমি চাই স্বল্প আয়ের মানুষেরা পরিবারের সবাইকে নিয়ে সুখে স্বাচ্ছন্দে বসবাস করুক। তিনি বলেন, নিউইয়র্ক সিটি সবার। এই সিটিকে নিরাপদ করতে আমি সর্বাত্নক প্রচেষ্টা চালাবো। তিনি তার কর্মপরিকল্পনাকে বাস্তব রূপ দিতে ২২ জুনের প্রাইমারিতে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস এরিক অ্যাডামসকে সমর্থন জানিয়ে বলেন, এরিক অ্যাডামস মেয়র হলে নিউইয়র্ক সিটির চেহারা পাল্টে যাবে। নাগরিক সুবিধা বাড়বে। কারণ তিনি গণমানুষের প্রতিনিধি হিসেবে ইতোমধ্যে নগরবাসীর মন জয় করেছেন।
সমাবেশে বাংলাদেশী নেতৃবৃন্দ বলেন, এরিক অ্যাডামস ব্রুকলিনে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি ব্রুকলীনবাসীকে আগলে রেখেছেন। একইভাবে তিনি মেয়র নির্বাচিত হলে নিউইয়র্ক সিটিকে দেখভাল করবেন। বক্তাগণ বলেন, নির্বাচিত হবার পর বাংলাদেশী কমিউনিটিকে অনেকেই ভুলে যান। আশা করি এরিক অ্যাডামস আমাদের মনে রাখবেন।
Posted ৩:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh