বাংলাদেশ অনলাইন : | রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩
বগুড়া-৪ আসনের বেশ কয়েকটি কেন্দ্রে ভোট পুনঃগণনার দাবিতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দেন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে ভোটে প্রতিদ্বন্দ্বিতার চ্যালেঞ্জ জানিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীন ভোট চেয়েছেন হিরো আলম। আজ ৫ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) উপনির্বাচনে ভোট পুনঃগণনার আবেদন জমা দিতে এসে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম এ কথা বলেন। হিরো আলম বলেন, ‘সেতু মন্ত্রী ওবায়দুল স্যার বলেছেন, হিরো আলম জিরো হয়ে গিয়েছে। হিরো আলম কখনও জিরো হয় না। যারা হিরোকে জিরো বানাতে চায় তারাই জিরো হয়ে গিয়েছে।’
তিনি বলেন, ‘সেতু মন্ত্রী আমাকে তাচ্ছিল্য করে কথা বলেছেন। একজন মন্ত্রী দেশের নাগরিককে তাচ্ছিল্য করে কথা বলতে পারেন না। তিনি কথায় কথায় বলেন- আসুন খেলা হবে। শক্তিশালী দলের সঙ্গে খেলতে চান। আমি ওবায়দুল স্যারকে জোর গলায় বলতে চাই, খেলা সবার সঙ্গে করতে হবে না৷ আপনি হিরো আলমের সঙ্গে একটা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ও আপনি দলীয়ভাবে দাঁড়ান। এরপর আপনি সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখেন খেলা হয় কি-না? খেলার জন্য নাকি উনি মাঠে প্লেয়ার খুঁজে পায় না৷ আমার সঙ্গে প্রতি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা দিয়ে ভোটারদের ভয় না দেখিয়ে সুষ্ঠু ভোট দিয়ে দেখেন। উনাকে বলবো বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) থেকে ভোট করুন, আমাকে যেই আসন থেকে পরাজিত করে দেওয়া হয়েছে।’
Posted ৬:৪৫ অপরাহ্ণ | রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh