বাংলাদেশ অনলাইন : | বুধবার, ০৯ আগস্ট ২০২৩
ওমরাহ করতে আসা মুসল্লিদের পবিত্র কাবা শরিফের চত্বরে না ঘুমানোর অনুরোধ জানিয়ে টুইট করেছে সৌদি আরবের ওমরাহ ও হজ মন্ত্রণালয়। টুইটে বলা হয়, ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরিফের চত্বরে অলস সময় কাটানো বা ঘুমানো এই স্থানটির পবিত্রতা ও শৃঙ্খলা পরিপন্থি। অতএব হে আল্লাহর অতিথিরা, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা কাবা চত্বরের করিডোর, প্রার্থনাকক্ষ, হাঁটার পথ এবং শারীরিকভাবে চলাচলে অক্ষমদের জন্য তৈরি করা গাড়িগুলোর ওপর অলস সময় কাটানো এবং নিদ্রা থেকে বিরত থাকবেন।
এর আগে কাবা শরিফে ভিড় করে দাঁড়িয়ে থাকা এবং ধাক্কাধাক্কি করতে মুসল্লিদের নিষেধ করেছিল দেশটি। এদিকে পবিত্র মসজিদ কাবা এবং মসজিদে নববীর দেখভালের জন্য আলাদা সরকারি অফিস খুলেছে সৌদি আরবের মন্ত্রিসভা। ৮ আগস্ট (মঙ্গলবার) ‘দ্য প্রেসিডেন্সি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স অ্যাট দ্য গ্র্যান্ড মস্ক অ্যান্ড দ্য প্রফেটস মস্ক’ নামের এ প্রতিষ্ঠানের অনুমোদন দিয়েছে সৌদি মন্ত্রিসভা। অর্থনৈতিকভাবে অফিসটি স্বাধীন থাকবে এবং এটি সরাসরি সৌদি বাদশাহ সালমানের তত্ত্বাবধানে পরিচালিত হবে।
Posted ১০:০৬ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ আগস্ট ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh