বাংলাদেশ অনলাইন : | বুধবার, ২৩ আগস্ট ২০২৩
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাথে সৌদির প্রতিনিধি দল । ছবি : সংগৃহীত
বাংলাদেশিরা ট্রানজিট নিয়ে সৌদি আরবে ওমরাহ করতে পারবেন। শুধু সৌদি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের যাত্রীরা এ সুবিধা পাবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। এ ছাড়া ওমরাহ ভিসার মেয়াদ ১ মাস থেকে বাড়িয়ে ৩ মাস করা হয়েছে। এ ভিসায় গিয়েও বাংলাদেশি যাত্রীরা দেশটিতে ঘুরতে পারবেন। ২৩ আগস্ট (বুধবার) দুপুরে সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে সৌদি আরব সরকারের হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী এসব কথা জানান। ফরিদুল হক খান বলেন, ‘ট্রানজিটে গিয়েও বাংলাদেশিরা সৌদি আরবে ওমরাহ হজ করতে পারবেন। শুধু সৌদি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের যাত্রীরা এ সুবিধা পাবেন। তবে ট্রানজিট ভিসার মেয়াদ হবে চার দিন।’
তিনি বলেন, ‘যারা হজ, ওমরাহ কিংবা বেড়াতে যাবেন, তারা যদি আরও লোক সঙ্গে নিয়েও যান, ধরেন অন্য জায়গায় বেড়াতে যাচ্ছেন, সৌদি আরবে ট্রানজিট হয়েছে, ওই ট্রানজিটে চার দিনের থাকার ব্যবস্থা করতে তারা রাজি হয়েছেন। তারা সেখানে ওমরাহ করে অন্য দেশে চলে যেতে পারবেন।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সৌদি আরব যাওয়া-আসা, হজের বিষয়ে খরচ কমানো, সার্বিক সহযোগিতার বিষয়ে আমরা যা বলেছি, তারা মেনে নিয়েছেন। অতীতে কখনো এমন আলোচনা হয়নি। এখানে নেতিবাচক কোনো বিষয় আমরা পাইনি। আমরা কল্পনাও করতে পারিনি, আজ আমাদের মধ্যে এত সুন্দর আলোচনা হবে। এটা যদি হয়ে থাকে, তাহলে বাকিগুলো কী হতে পারে, নিজেরাই অনুমান করেন।’
হজের খরচ কমানোর বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না- জানতে চাইলে ফরিদুল হক খান বলেন, ‘তারা বলেছেন এই জায়গায় যদি খরচ কমানো সম্ভব হয়, আমরা কমাব।’
‘সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রী এবং দেশটির সরকারের তিনজন উপমন্ত্রী ও সম্মানিত বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা হজ এবং ওমরাহ ব্যবস্থাপনা উন্নয়নের বিষয়ে আলোচনার জন্য রাষ্ট্রীয় সফরে এসেছেন। আমরা তাদের আগমনে অত্যন্ত আনন্দিত,’ যোগ করেন প্রতিমন্ত্রী।
Posted ২:৩৫ অপরাহ্ণ | বুধবার, ২৩ আগস্ট ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh