বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩
ফাইল ছবি
কলকাতার প্রথম সারির অভিনেতাদের মতো ওয়েব সিরিজে নাম লেখাতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। এর আগে বেশ কয়েকটি টিভি ধারাবাহিক ও বড় পর্দায় কাজ করেছেন তিনি। তবে ওয়েব সিরিজে তাকে দেখা যায়নি। কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে টালিউডের এই অভিনেত্রী জানিয়েছেন, ওয়েব সিরিজে অভিনয়ের ইচ্ছা আছে তার। এবার সেই স্বপ্নই সত্যি হতে চলেছে তার। জানা গেছে, ‘হইচই’ প্ল্যাটফর্মে নতুন একটি ওয়েব সিরিজ আসতে চলেছে। আর সেই ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ একটি চরিত্রের জন্যে মিমি চক্রবর্তীকে ভাবা হচ্ছে। খবর এই সময়ের।
এরই মধ্যে প্রস্তাব দেয়া হয়েছে তাকে। আর সেই প্রস্তাবে অভিনেত্রী রাজি হয়েছেন বলেও জানা গেছে। এই সিরিজে মিমির বিপরীতে থাকতে পারেন টোটা রায় চৌধুরী। এমনটাই জানা গেছে। যদিও এই বিষয়ে কিছুই জানাননি মিমি। ‘নিখোঁজ’ নামে একটি ওয়েব সিরিজে টোটা রায় চৌধুরীকে দেখা যাবে। যেখানে স্বস্তিকাকেও দেখা যাবে। এরই মধ্যে ওয়েব সিরিজটি নিয়ে উত্তেজনা তুঙ্গে। শোনা যাচ্ছে, চন্দ্রাশিস রায় সিরিজটি পরিচালনা করবেন। যেখানে মিমি ও টোটাকে দেখা যাবে। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সহকারী হিসেবে দীর্ঘ দিন কাজ করেছেন চন্দ্রাশিষ। এবার নিজেই পরিচালনায়।
Posted ১২:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh