বাংলাদেশ অনলাইন ডেস্ক : | রবিবার, ১৮ এপ্রিল ২০২১
কমলা হ্যারিস
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে (৫৬) হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মিয়ামির এক নার্সকে গ্রেফতার করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস নিভিয়ান পেটিট (৩৯) নামে ওই নার্সকে ১৭ এপ্রিল (শনিবার) গ্রেফতারের কথা জানায়। খবর সিএনএনের।
সম্প্রতি এক ভিডিওতে কমলা হ্যারিসকে সরাসরি হত্যার হুমকি দিয়েছেন নিভিয়ান। ভিডিওতে তিনি বলেন, কমলা হ্যারিস, তুমি মরতে যাচ্ছ। তোমার দিন গোনা শুরু হয়ে গেছে। তোমাকে হত্যার জন্য আমাকে ৫৩ হাজার ডলার দেওয়া হয়েছে এবং আমি কাজটি করতে যাচ্ছি।
এর আগে নিভিয়ান তার কারাবন্দি স্বামীকে ভিডিওবার্তা পাঠান। সেখানেও তাকে জো বাইডেন ও কমলা হ্যারিসের বিরুদ্ধে বিষোদগার করতে দেখা গেছে।
গত ফেব্রুয়ারি মাস থেকে ওই নার্স কমলা হ্যারিসকে উদ্দেশ্য করে সরাসরি আক্রমণাত্মক ভিডিওবার্তা প্রকাশ করতে থাকেন। এমনকি এক ছবিতে তার হাতে অস্ত্রও দেখা গেছে। গ্রেফতারকৃত নিভিয়ানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে।
Posted ৯:৫৪ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ এপ্রিল ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh