নিউইয়র্ক : | শুক্রবার, ০৩ জুলাই ২০২০
নিউইয়র্ক : করোনাকালে খাদ্য সামগ্রী বিতরণ করে যাকাত ফাউন্ডেশন।
কভিড ১৯ জরুরি খাদ্য সহায়তার অংশ হিসেবে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা শুক্রবার নিউ ইয়র্কে ২০ হাজার পাউন্ড উৎপাদিত খাদ্য সামগ্রী বিতরণ করেছে। হিলসাইড ইসলামিক সেন্টারে স্থাপিত অস্থায়ী বিতরণ কেন্দ্র থেকে দিনভর এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন যাকাত ফাউন্ডেশনের রিজিউনাল ম্যানেজার মোহাম্মদ ইমরান হোসাইন ।
এ সময় আরো উপস্থিত ছিলেন হিলসাইড ইসলামিক সেন্টারের প্রেসিডেন্ট আবদুল আজিজ ভূইয়া, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত রুহুল আমিন হাওলাদার প্রমূখ। নিউ ইয়র্কের পচিশটি কমিউনিটি অর্গানাইজেশনের মাধ্যমে এ জরুরি খাদ্য সামগ্রি বিতরণ করা হয়। গেল তিন মাস ধওে নিউ ইয়র্কে যাকাত ফাউন্ডেশন জরুরি খাদ্য সামগ্রি, মাস্ক, গ্লোবস, অর্থ সহায়তা করে যাচ্ছে।
এর আগেও সংস্থার পক্ষ থেকে ৪৫ হাজার পাউন্ড আলু, ১৬ হাজার পাউন্ড শাক শব্জি বিতরণ করা হয়। এছাড়াও নিউ ইয়র্কের পাঁচটি ব্যুরোতে রান্না করা খাবার বিতরণ করছে সংগঠনটি। আনডকুমেন্টেড, বৃদ্ধ লোকদের সহায়তায় অর্থসহায়তা করে যাচ্ছে সংঠনটি। ব্লাক লাইভ মুভমেন্টকে সমর্থন করে যাকাত ফাউন্ডেশন ইতোমধ্যে মিনোপলিস সিটিতে ১৮ হাজার পাউন্ড জরুরি খাদ্য সহায়তা দিয়েছে। কংগ্রেস ওমেন ইলহান ওমরের তদারকিতে এ কাযক্রম পরিচালনা করে যাকাত ফাউন্ডেশন।
Posted ১০:০৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৩ জুলাই ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh