বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
করোনার নতুন ধরনটি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে অন্তত ২০টি দেশে। প্রথমবার শনাক্ত হয়েছে ভারত ও পাকিস্তানে। ২৯ ডিসেম্বর (মঙ্গলবার) দুই দেশই শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে। এদের সবাই সম্প্রতি যুক্তরাজ্য থেকে এসেছে। করোনাভাইরাসের নতুন এ ধরনটি নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি হওয়ার পর জারি হচ্ছে নতুন নতুন বিধিনিষেধ। দক্ষিণ আফ্রিকায় জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ।
চলতি মাসে যুক্তরাজ্যে পাওয়া কোভিড-নাইন্টিনের নতুন ধরনটি স্বাভাবিকের তুলনায় ৭০ শতাংশ বেশি সংক্রমিত করতে পারে, এমন খবরে ব্রিটেনের সঙ্গে আকাশ, স্থল এবং নৌ-পথে যোগাযোগ বন্ধ করে দেয় বিশ্বের অর্ধশত দেশ। এ তালিকায় রয়েছে ভারতও।
তাতেও শেষ রক্ষা হলো না। ২৫শে নভেম্বর এবং ২৩শে ডিসেম্বর দু দফায় যুক্তরাজ্য থেকে ৩৩ হাজার যাত্রী বিমানে ভারতে আসেন। এদের মধ্যে ১১৪ জনের দেহে কোভিড শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ৬ জনের দেহে করোনার নতুন ধরন শনাক্ত হয়।
এদের তিনজন ব্যাঙ্গালুরু, দুজন হায়দ্রাবাদে এবং অন্যজন পুনেতে অবস্থান করছেন। তাদের প্রত্যেককে রাষ্ট্রীয় সহায়তায় আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিরা আছেন হোম কোয়ারাইন্টেনে।
করোনার নতুন ধরন শনাক্তের কথা জানিয়েছে পাকিস্তানও। সিন্ধু প্রদেশের স্বাস্থ্য অধিদপ্তর যুক্তরাজ্য ফেরত ১২ জনকে পরীক্ষা করালে তিনজনের শরীরে নতুন ধরন শনাক্ত হয়। করোনার নতুন এ ধরন এরমধ্যে ছড়িয়ে পড়েছে ইউরোপরে বিভিন্ন দেশসহ কানাডা, ইসরায়েল, লেবানন, জাপান, সিঙ্গাপুর হংকংসহ অন্তত ২০টি দেশে।
করোনার নতুন ধরন শনাক্তের পর প্রথমবারের মতো যুক্তরাজ্যে একদিনে পাঁচ লাখ মানুষের করোনা পরীক্ষা করা হয়। এদিন দেশটিতে রেকর্ড ৪০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।
করোনার সংক্রমণ ১০ লাখ ছাড়ানোর একদিন পর, নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে দক্ষিন আফ্রিকা। নতুন এ ঘোষণায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। এছাড়াও ঘরে ও বাইরের জমায়েত ও অ্যালকোহল বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের সংখ্যা আগের হিসেবের চেয়ে তিনগুণ বেশি বলে স্বীকার করে নিয়েছে রাশিয়া। তাদের হিসেবে করোনার কারণে মৃত্যু হয়েছে এক লাখ ৮৬ হাজার। এই স্বীকারোক্তির ফলে রাশিয়া এখন এই মহামারিতে তৃতীয় সর্বোচ্চ মৃতের দেশ।
Posted ৮:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh