বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
পরিবারের সাথে মাশরাফি মুর্তজা
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি মোর্ত্তজার ছেলে-মেয়ে । দুই সন্তানের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়ছেন মাশরাফি।
করোনা আক্রান্ত মাশরাপির ছেলে-মেয়ে দু’জনই ঢাকার বাসায় অবস্থান করছে। এখানেই তাদের চিকিৎসা চলছে। মাশরাফি নিজেও গত জুনে করোনায় আক্রান্ত হয়েছিলেন। এ ছাড়া তার স্ত্রী, শাশুড়ি ও বাবা-মা দুজনই এই ভাইরাসের আক্রাণত হয়েছিলেন।
মাশরাফি এখন ক্রিকেট থেকে দূরে আছেন। গত মার্চে সর্বশেষ একদিনের ক্রিকেটে খেলতে দেখা গেছে। জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজে তিনি অধিনায়কত্ব ছেড়েছিলেন। তাকে আবারও মাঠে দেখা যেতে পারে নভেম্বরে টি-টোয়েন্টি টুর্নামেন্টে। এখন এই সময়গুলো তিনি তার সংসদীয় এলাকায় দিচ্ছেন।
Posted ৭:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh