ক্রীড়া ডেস্ক : | রবিবার, ২৩ আগস্ট ২০২০
বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার মা-বাবা করোনামুক্ত হয়েছেন। এর আগে মাশরাফী এবং তার ভাই মোরসালিন বিন মোর্ত্তজাসহ পরিবারের আরও কয়েকজন করোনা জয় করেন।
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ ফারুক জানিয়েছেন, গত ২২ আগস্ট টেস্টে মাশরাফীর বাবা গোলাম মোর্ত্তজা এবং মা হামিদা মোর্ত্তজার ফলাফল নেগেটিভ এসেছে। চলতি মাসের ৭ তারিখ অর্থাৎ ১৬ দিন আগে তাদের কোভিড-১৯ পজিটিভের খবর আসে।
বাংলাদেশে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে নিজ এলাকার মানুষের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন মাশরাফী। মানুষ যাতে ঠিকভাবে চিকিৎসা পান, দরিদ্ররা যাতে খাবারের কষ্ট না পান-সেসব বিষয় তদারকির জন্য নিয়মিত দৌড়ঝাঁপ করতে দেখা গেছে তাকে। এর ভেতর ২০ জুন আসে তার কোভিড-১৯ পজিটিভের খবর। তখন ঢাকা থেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ তার জন্য প্রেসক্রিপশন পাঠান। পরিবারের অন্যরা দ্রুত সেরে উঠলেও মাশরাফীকে বেশ ভুগতে হয়েছে। ৪ জুলাই দ্বিতীয় টেস্ট করানোর পর নেগেটিভ এসেছিল। শেষ পর্যন্ত মুক্তি পান ১৪ জুলাই।
Posted ৯:৩৯ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ আগস্ট ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh