বাংলাদেশ অনলাইন : | রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মানিকগঞ্জের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সামসুদ্দিন আহমেদ। গত ১৯ ডিসেম্বর (শনিবার) দিবাগত রাত সোয়া ১টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ২০ ডিসেম্বর (রবিবার) বাদ জোহর পাটগ্রাম অনাথ বন্ধু উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহীনুর রহমান তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, গত ১ ডিসেম্বর করোনায় আক্রান্ত হন সামসুদ্দিন আহমেদ। পরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি দুই বার প্লাজমা থেরাপি দেন। গতরাতে তিনি মারা যান।
নিহত সামসুদ্দিন আহমেদ জেলার হরিরামপুর উপজেলার হারুকান্দি ইউনিয়নের ভেলাবাদ গ্রামের বাসিন্দা। তিনি ২০০১ সালে তৎকালীন মানিকগঞ্জ-২ সংসদীয় আসন (হরিরামপুর-শিবালয়) থেকে স্বতন্ত্র এমপি নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি দুই মেয়াদে হারুকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি জেলা ও হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
Posted ৮:১২ পূর্বাহ্ণ | রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh