বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর ২০২১
নুসরাত জাহান
অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান মা হওয়ার পর এই প্রথম জনসমক্ষে আসতে চলেছেন। গত ২৬ অগাস্ট মা হয়েছিলেন তিনি। তার মাত্র ১২ দিন পরেই কাজে ফিরছেন তিনি। বুধবার একটি স্যালোঁর উদ্বোধন করবেন নুসরাত। মা হওয়ার পর এটাই তার প্রথম ইভেন্ট। পার্কস্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী-সাংসদ। ছেলের নাম রাখেন ঈশান। নিজের বিয়েকে লিভ ইন সম্পর্ক তকমা দেওয়া থেকে শুরু করে অন্তঃসত্ত্বা হওয়া, বারবার বিতর্কের মুখে পড়েছিলেন তিনি।
কে তার ছেলের বাবা এই প্রশ্নে এখনও সরগরম নেটদুনিয়া। বিনা কারণেও সোশ্যাল মিডিয়ায় দিনের পর দিন ট্রোল হতে থাকেন। কিন্তু বরাবরই ট্রোলকে পাত্তা দিতে নারাজ নুসরাত। বারবারই সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে ক্যাপশনে ট্রোলারদের বার্তা দিয়েছেন অভিনেত্রী। বারবারই জানিয়েছেন যারা তাকে পরামর্শ দিতে চান না, তাদের থেকে সমালোচনা তিনি শুনবেন না।
মা হওয়ার এই জার্নিতে বরাবরই তার পাশে ছিলেন তার বিশেষ বন্ধু যশ দাশগুপ্ত। যশকে নিয়েও কম কথা শুনতে হয়নি নুসরাতকে। সব ঝড় সামলে ছেলেকে নিয়ে তিনি যে বেশ ভালো সময় কাটাচ্ছেন তা বোঝাই যাচ্ছে তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখে। যেহেতু তিনি সিঙ্গেল মাদার তাই ছেলের সব দায়িত্ব নিজের হাতেই সামলাচ্ছেন। এরই মাঝে কাজে ফিরছেন তিনি।
Posted ১:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh