বাংলাদেশ অনলাইন : | রবিবার, ২৮ মার্চ ২০২১
ছবি : সংগৃহীত
গত ২৭ মার্চ কানাডার ভ্যাংকুভারে একটি লাইব্রেরিতে ছুরিকাঘাতে এক নারী নিহত ও পাঁচজন আহত হয়েছেন। পুলিশের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে।
পুলিশ আরও বলছে, হামলাকারী সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। জনগণের ওপর আর কোন নিরাপত্তা হুমকি নেই বলে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে।
পুলিশ সার্জেন্ট ফ্রাংক চাং জানান, হামলায় এক নারী নিহত হয়েছেন। হতাহতদের পরিচয় জানা যায়নি, তবে তাদের সনাক্ত করতে কাজ চলছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।
সিটিভির ভিডিও ফুটেজে দেখা গেছে, পুলিশ একজনকে গ্রেফতার করছে। সে গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত নিজের পায়ে ছুরিকাঘাত করছিল।
Posted ৯:৫১ পূর্বাহ্ণ | রবিবার, ২৮ মার্চ ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh