বাংলাদেশ অনলাইন : | শনিবার, ১৩ মার্চ ২০২১
কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর
কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের ডান কানে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ভালভাবে শোনার জন্য তাঁর কানের মধ্যে একটি যন্ত্র বসানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরের বড় ভাই, লেখক আহসান কবির।
তিনি বলেন, ১৩ মার্চ (শনিবার) কিশোরের ডান কানে অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে একটি যন্ত্র বসানো হয়েছে। এটা বসানোর পর তিন থেকে ছয় মাসের মধ্যে অবস্থা ভালোর দিকে গেলে সেটা অটোমেটিকেলি বের হয়ে আসবে। অন্যথায় চিকিৎসকরা অবস্থা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
আহসান কবির বলেন, কিশোরের ডায়াবেটিস এখন কিছুটা নিয়ন্ত্রণে থাকায় অস্ত্রোপচারটা করা হলো। বেলা সাড়ে ১২টার দিকে তাকে অপারেশনে থিয়েটারে নেওয়া হয়। শেষ হয় পৌনে ২টা নাগাদ। বর্তমানে কিশোর কিছুটা ভালো বোধ করছে।
কার্টুন আঁকার অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়ে ৩০০ দিন কারাবন্দি থাকার পর গত ৩ মার্চ কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। পরদিন ৪ মার্চ তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর গত ১০ মার্চ আদালতে হাজির হয়ে হেফাজতে থাকাকালে নির্যাতনের শিকার হওয়ার বর্ণনা দেন কিশোর।
Posted ১১:৪৬ পূর্বাহ্ণ | শনিবার, ১৩ মার্চ ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh