বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
আহত নুরুল হক নুর
তালাবদ্ধ কার্যালয়ে প্রবেশের চেষ্টা করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরসহ তার নেতাকর্মীরা। ২০ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যায় নয়া পল্টনের জামান টাওয়ারে এ ঘটনা ঘটে। এ সময় পরিষদের কর্মীদের সঙ্গে পুলিশের ‘ধস্তাধস্তি’ হয়েছে বলে জানিয়েছেন পল্টন থানার ওসি মো. সালাউদ্দিন মিয়া। যদিও নুরদের দাবি পুলিশ লাঠিচার্জ করেছে।
গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, পুলিশ তাদের ওপরে লাঠিচার্জ করে। পুলিশের লাঠিচার্জেই নুরুল হক নুর ও এক নারী কর্মী আহত হয়েছেন। এ বিষয়ে নুরুল হক নুর বলেন, আমরা কোনোভাবেই কার্যালয় ছাড়ব না। আমাদের সঙ্গে যাই হোক, আমাদের চুক্তির মেয়াদ আরও ছয় মাস আছে। তাই আমাদের চুক্তি অনুযায়ী, আরও ছয় মাস আমরা কার্যালয়ে থাকব।
গণঅধিকার পরিষদের বিবাদের মধ্যেই ভবনের মালিক মিয়া মশিউজ্জামান দলটির কার্যালায়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। ওই তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করার চেষ্টা করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। পরে পুলিশ এসে বাধা দেয়।
Posted ১১:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh