বাংলাদেশ অনলাইন : | সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
কাশ্মীরকন্যা সরগম কৌশল। ছবি : সংগৃহীত
দুই দশক আগে ২০০১ সালে মিসেস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন কোনো ভারতীয় সুন্দরী। এরপর ভারতের দীর্ঘ অপেক্ষা। অবশেষে সেটির অবসান ঘটল কাশ্মীরকন্যা সরগম কৌশলের সেই মুকুট পুনরুদ্ধার করার মাধ্যমে। ১৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বিজয়ী হন ভারতীয় সুন্দরী সরগম কৌশল। ৬২ দেশের সুন্দরীকে পেছনে ফেলে এই মুকুট জিতলেন সরগম। মূল প্রতিযোগিতার শেষ পর্বে গোলাপিরঙা থাই স্লিট গাউনে দেখা মিলল ভারতীয় সুন্দরীর, যা ডিজাইন করেছিলেন ভাবনা রাও। মিসেস ইন্ডিয়া আয়োজক সংস্থা নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এটি শেয়ার করে লেখে, ‘২১ বছরের অপেক্ষা শেষ, অবশেষে আমরা মুকুট ফিরে পেলাম।’
ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রিধারী সরগম শিক্ষিকা হিসেবে কাজ করেছেন। তার স্বামী ভারতীয় নৌবাহিনীতে কর্মরত। বিবাহিত স্ত্রীদের নিয়ে আয়োজন হয়েছিল এবারের মিসেস ওয়ার্ল্ড সৌন্দর্য প্রতিযোগিতা। ১৯৮৪ সালে ‘মিসেস উইম্যান অব দ্য ওয়ার্ল্ড’ নামে এ প্রতিযোগিতা শুরু হয়েছিল। ২০০১ সালে ড. অদিতি গোভিত্রিকার মাথায় উঠেছিল এই মুকুট। চলতি আসরে মিসেস ওয়ার্ল্ডের মঞ্চে বিচারকের আসনে ছিলেন অদিতি।
Posted ১১:১৩ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh